'ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ছিল পাকিস্তানের'
জনসম্মুখে কঠোর সমালোচনা করলেও আড়ালে
ড্রোন (চালকবিহীন বিমান) হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গোপন
সমঝোতা ছিল। এ ব্যাপারে দুই দেশের মধ্যে কোনো লিখিত চুক্তি না থাকলেও
রাজনৈতিক বোঝাপড়া ছিল।
পাকিস্তানের সামরিক গোয়েন্দা
সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আহমেদ সুজা পাশার
ফাঁস হওয়া বক্তব্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। আল-কায়েদা
নেতা ওসামা বিন লাদেন হত্যা-সংক্রান্ত পাকিস্তানি এক তদন্ত প্রতিবেদনের
(অ্যাবোটাবাদ কমিশন রিপোর্ট) অংশ হিসেবে গত সোমবার এ তথ্য হাতে পায়
আলজাজিরা নিউজ নেটওয়ার্ক।
আহমেদ সুজার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, "ড্রোন হামলা নিয়ে দুই দেশের মধ্যে কোনো লিখিত চুক্তি ছিল না। তবে রাজনৈতিক বোঝাপড়া ছিল। হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় পাকিস্তান ড্রোন হামলা বন্ধ করতে বলত যুক্তরাষ্ট্রকে। শুরুর দিকে ড্রোন হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে 'না' বলা সহজ ছিল। তবে এখন এ হামলা বন্ধ করা অনেক কঠিন।" ড্রোন হামলা চালাতে মার্কিন বাহিনী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শামসি বিমান ঘাঁটি ব্যবহার করত বলে নিশ্চিত করেছেন সুজা পাশা। ২০১১ সালে ড্রোন হামলায় ২৪ সেনা নিহত হওয়ার পর মার্কিন সেনাদের ওই ঘাঁটি ছেড়ে দিতে বলে পাকিস্তান। সূত্র : এএফপি।
আহমেদ সুজার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, "ড্রোন হামলা নিয়ে দুই দেশের মধ্যে কোনো লিখিত চুক্তি ছিল না। তবে রাজনৈতিক বোঝাপড়া ছিল। হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় পাকিস্তান ড্রোন হামলা বন্ধ করতে বলত যুক্তরাষ্ট্রকে। শুরুর দিকে ড্রোন হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে 'না' বলা সহজ ছিল। তবে এখন এ হামলা বন্ধ করা অনেক কঠিন।" ড্রোন হামলা চালাতে মার্কিন বাহিনী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শামসি বিমান ঘাঁটি ব্যবহার করত বলে নিশ্চিত করেছেন সুজা পাশা। ২০১১ সালে ড্রোন হামলায় ২৪ সেনা নিহত হওয়ার পর মার্কিন সেনাদের ওই ঘাঁটি ছেড়ে দিতে বলে পাকিস্তান। সূত্র : এএফপি।
No comments