ভালো থাকুন-তোতলামির চিকিৎসায় স্পিচ থেরাপি
তোতলামিতে আক্রান্ত শিশুদের অনেকেই
আপনাআপনি ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসার দরকার
হয়। স্পিচ থেরাপি তোতলামির চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি।
এতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ স্পিচ থেরাপিস্টের তত্ত্বাবধানে কথা বলার জন্য
বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে নির্দিষ্ট পদ্ধতিতে চর্চার মাধ্যমে
বাচনভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়। যেমন- ধীরগতিতে,
ধীরস্থিরভাবে কথা বলার অভ্যাস গড়ে তোলা, নিঃশ্বাস ছাড়ার সময় কথা বলা
ইত্যাদি। পাশাপাশি কথা বলার সময় উদ্বেগের মাত্রা কমিয়ে আনার প্রশিক্ষণ
দেওয়া হয়। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির সঙ্গী বা সঙ্গিনী, শিশুর মা-বাবা
বা অভিভাবকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্পিচ থেরাপির সুফল পাওয়ার
অন্যতম প্রাথমিক শর্ত ধৈর্য। এ পদ্ধতিতে রাতারাতি তোতলামি ভালো হয়ে যাবে-
এমনটা আশা করা যায় না। লক্ষণীয় উন্নতি হতেও তিন থেকে ছয় মাস লেগে যেতে
পারে। তবে এ জন্য থেরাপিস্টের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনেক শিশুর শ্রবণ সমস্যার কারণে কথা বলায় অসংগতি দেখা দেয়। এদের ক্ষেত্রেও
স্পিচ থেরাপির প্রয়োজন হতে পারে। তোতলামির কারণে যাদের মধ্যে উদ্বেগ ও
বিষণ্নতার সমস্যা দেখা দেয়, তাদের মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো
চিকিৎসা করাতে হবে।
ডা. মুনতাসীর মারুফ
ডা. মুনতাসীর মারুফ
No comments