সিরিয়ায় বাথ পার্টির নেতৃত্বে পরিবর্তন
সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির শীর্ষ
নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। ২৭ মাস ধরে চলা সংঘাতের মধ্যে হঠাৎ দলটির এ
পদক্ষেপকে চমক হিসেবে দেখা হচ্ছে। চার দশক ধরে টানা ক্ষমতায় থাকা দলটির
নেতৃত্বে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ২০০৫ সালে।
এদিকে
জাতিসংঘের মহাসচিব বান কি মুন মুসলিমদের পবিত্র রমজান মাসে সিরীয় রণাঙ্গনের
সংশ্লিষ্ট সব পক্ষকে অস্ত্র পরিহারের আহ্বান জানিয়েছেন। গত সোমবার বাথ
পার্টির নেতৃত্বে পরিবর্তন আনার দিন বিদ্রোহীদের অন্তর্বর্তীকালীন
প্রধানমন্ত্রী ঘাসান হিত্তো পদত্যাগ করছেন। বাথ পার্টির কেন্দ্রীয় কমিটি
গতকাল মঙ্গলবার তাদের নতুন ১৬ সদস্যের নাম প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট
বাশার আল আসাদ ছাড়া আগের কমিটির কোনো নেতার জায়গা হয়নি। আসাদ মহাসচিব
হিসেবে বহাল থাকবেন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ গতকাল জানায়, দলকে
'সামনের দিকে' এগিয়ে নেওয়াসহ সংঘাত নিরসনে জনগণের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ
করতে নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আসাদ। নতুন কমিটিতে
পার্লামেন্টের দলীয় প্রধান জিহাদ আল-লাহাম ও প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি
রয়েছেন। তুরস্কের ইস্তাম্বুলে আসাদবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশনের
(এনসি) পাঁচ দিনের বৈঠক শেষে হিত্তো সোমবার পদ ছাড়ার ঘোষণা দেন। এনসি তাঁর
পদত্যাগপত্র গ্রহণ করেছে। হিত্তো চার মাস আগে মনোনয়ন পেলেও এত দিনে
অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ব্যর্থ হন। এর দুই দিন আগেই অবশ্য উদারপন্থী
আহমেদ আসি জারবাকে নতুন নেতা হিসেবে বেছে নেন বিরোধীরা। সৌদি আরবের ঘনিষ্ঠ
হিসেবে পরিচিত জারবা হিত্তোর মনোনয়নের বিরোধিতা করেছিলেন। সিরিয়া সংঘাতে এ
পর্যন্ত এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র : এএফপি।
No comments