ভারত-চীনের মধ্যে শিগগিরই হটলাইন
সীমান্তে সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি
পরিহারের লক্ষ্যে শিগগিরই হটলাইন চালু করতে যাচ্ছে ভারত ও চীন। পরিকল্পনা
অনুযায়ী, প্রতিবেশী এ দুই দেশের সামরিক অভিযান পরিচালনা সংক্রান্ত
মহাপরিচালকের কার্যালয়ের (ডিজিএমও) মধ্যে যোগাযোগের এ সংযোগ স্থাপন করা
হবে।
সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা নিশ্চিত করতে ভারত অনেক দিন আগে চীনকে এ প্রস্তাব দিয়েছিল।
গত এপ্রিলে লাদাখ সীমান্তে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তোলে ভারত। উল্টো চীন একই ধরনের অভিযোগ করে। এ নিয়ে ওই সময় দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিষয়টির সুরাহা হয়। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে হটলাইন স্থাপনের ব্যাপারটি বেশি গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই গত সোমবার জানায়, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের জন্য এ হটলাইন স্থাপন করা হবে।
গত এপ্রিলে লাদাখ সীমান্তে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তোলে ভারত। উল্টো চীন একই ধরনের অভিযোগ করে। এ নিয়ে ওই সময় দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিষয়টির সুরাহা হয়। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে হটলাইন স্থাপনের ব্যাপারটি বেশি গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই গত সোমবার জানায়, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের জন্য এ হটলাইন স্থাপন করা হবে।
No comments