গরমে খাটো প্যান্ট by ইমাম হাসান

গরম যেমন পড়েছে, একটু পরই তেমন নামতে পারে বৃষ্টির ধারা। এমন মৌসুমে গোড়ালি ঢাকা প্যান্টের তুলনায় খাটো প্যান্টই বেছে নেওয়া ভালো। তবে অবশ্যই অফিস কিংবা আনুষ্ঠানিক কোনো উপলক্ষ বাদ দিয়ে।
বাড়িতে তো বটেই, বিকেলে একটু বেড়াতে যেতে বা বন্ধুদের আড্ডায় যেতে খাটো প্যান্টই বেছে নিচ্ছেন
অনেক তরুণ।ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান বলেন, ‘গরম বা ঝিরিঝিরি বৃষ্টি—এমন আবহাওয়ায় খাটো প্যান্ট বেশ আরামের। তাই থ্রি-কোয়ার্টার বা হাফ প্যান্টের চল বেড়েছে তরুণদের মধ্যে। এটা পরে অনায়াসে সবখানে চলাচল করা যায়। তাই এসব প্যান্টের কাপড়ের পাশাপাশি ডিজাইনে আনা হচ্ছে ভিন্নতা।’
বাজার ঘুরে দেখা গেল নানা বয়সের জন্য রয়েছে নানা ধরনের ডিজাইন। ভ্রমণ বা অবসর কাটাতেও এমন প্যান্টের জুড়ি নেই।

যেমনটা চলছে
নানা ধরনের কাপড়ের প্যান্ট রয়েছে বাজারে। তবে জিনস এবং সুতির প্যান্ট চলছে ভালো। জিনসের কাপড় অনেকটা পাতলা করে বানানো হচ্ছে হাফ প্যান্ট বা থ্রি-কোয়ার্টার প্যান্ট। প্লাস পয়েন্টের ডিজাইনার সাইফুল ইসলাম বলেন, কোনো প্যান্টের দুই পাশে দুই পকেট দেওয়া, কোনোটিতে আবার দুটির বেশিপকেট।পকেটে চেন বা বোতামের ব্যবহারে আছে নতুনত্ব। একটু টাইট ফিটিং প্যান্টই চলছে বেশি। নিচের দিকে এক ইঞ্চি পরিমাণ জায়গাজুড়ে কোনোটাতে লাগানো হচ্ছে অন্য রঙের কাপড়। তার সঙ্গে মিলিয়ে দুই পাশের পকেটের কোনায় অল্প করে সেই রং জুড়ে দিয়ে আনা হচ্ছে বৈচিত্র্য।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, উজ্জ্বল রং এখন চলছে বেশি। চেক ছাড়াও এক রঙের প্রতি ঝোঁক বেড়েছে তরুণদের। প্যান্টের সামনের দিকে চেন অথবা স্টিলের বোতাম লাগানো হচ্ছে।
নিচের দিকটাতে অনেকটা টাইট ফিটিং করেই বানানো হচ্ছে এসব প্যান্ট। ভ্রমণের উপযোগী প্যান্টের মধ্যে আছে অতিরিক্ত পকেট। যেখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসই রাখা যাবে সহজে।

বাজারদর
নানা ব্র্যান্ডের খাটো প্যান্ট কেনা যাবে ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকার ভেতরে। এ ছাড়া সাধারণ দোকানেও কিনতে পারেন থ্রি-কোয়ার্টার বা হাফ প্যান্ট। দাম পড়বে ৩৫০ থেকে ৮০০ টাকা।

যেখানে পাবেন
রাজধানীর নিউমার্কেট, মিরপুর, উত্তরা, বঙ্গবাজার, গুলিস্তান প্রভৃতি এলাকায় কিনতে পারবেন নানা ধরনের এসব প্যান্ট। তা ছাড়া বিভিন্ন শোরুমে পছন্দ করে কিনতে পারেন থ্রি-কোয়ার্টার বা হাফ প্যান্ট। যেতে পারেন ওটু, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, প্লাস পয়েন্ট, বিগ বস, একস্ট্যাসি, ওয়েসটেকস, মেনস ক্লাবে।

No comments

Powered by Blogger.