তাৎক্ষণিক- বিএনপি আওয়ামী লীগঃ কেউ কথা রাখেনি by সোহরাব হাসান
রোববার ১৮ দল আহূত আট ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে ঘোষণা দিয়েছিলেন ১৮ দল তথা বিএনপির নেতারা। কিন্তু অবরোধ কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি।
অবরোধপালনকারীরা মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা, সাভার, গাজীপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাসে, ট্রাকে অটোরিকশায় আগুন দিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
নেতারা জনগণের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানালেও তাঁদের ইচ্ছার ওপর অবরোধের ভাগ্য ছেড়ে দেননি। বরং দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জনগণের ওপর জবরদস্তি করেছেন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছেন। চলন্ত যান তো বটেই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতেও আগুন দিতে দ্বিধা করেননি তাঁরা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে, রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
অর্থাৎ বিএনপি ওরফে ১৮ দলীয় নেতারা জাতির কাছে দেওয়া ওয়াদা রাখতে পারেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই বলুন না কেন, ১৮ দলীয় নেতারা এই সহিংসতার সঙ্গে জড়িত নন, কিন্তু এর দায় তাঁরা এড়াতে পারেন না। তাঁর কথা অনুযায়ী সরকারের এজেন্টরা যদি এই কাজ করে থাকেন, তাঁদের পাকড়াও করলেন না কেন?
কথা রাখেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও। বিরোধী দলের অবরোধ সামনে রেখে কয়েক দিন ধরেই তাঁরা মাঠ গরম করছিলেন। তাঁরা বলেছিলেন, বিরোধী দলের অবরোধ প্রতিহত করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। কর্মীদের সে ধরনের নির্দেশও দেওয়া হয়নি। কেবল তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কিন্তু আজ সকালে পুরান ঢাকার আদালতপাড়ায় অবরোধ প্রতিহত করার নামে ছাত্রলীগের কর্মীরা একজন নিরীহ পথচারী যুবককে যেভাবে কুপিয়ে হত্যা করেছেন, তা নৃশংস ও নির্মম। আদালতপাড়ায় বিএনপি-জামায়াতের সমর্থক আইনজীবীরা মিছিল বের করে বাহাদুর শাহ পার্কের দিকে গেলে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় বিশ্বজিত্ দাস নামের ওই যুবক সেখানকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মী সন্দেহে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। ৫৩ নম্বর ঋষিকেশ দাস লেনের বাসা থেকে শাঁখারীবাজারে তাঁর টেইলার্সের দোকানে যাচ্ছিলেন বিশ্বজিৎ।
যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই। রোববারের অবরোধে একাধিক প্রাণ ঝরে গেছে। অনেক যানবাহন ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আর প্রাণ নয়। আর সম্পদ ধ্বংস নয়। ক্ষমতায় যাওয়ার জন্য বা থাকার জন্য সাধারণ মানুষকে এভাবে জিম্মি করবেন না।
অর্থাৎ বিএনপি ওরফে ১৮ দলীয় নেতারা জাতির কাছে দেওয়া ওয়াদা রাখতে পারেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই বলুন না কেন, ১৮ দলীয় নেতারা এই সহিংসতার সঙ্গে জড়িত নন, কিন্তু এর দায় তাঁরা এড়াতে পারেন না। তাঁর কথা অনুযায়ী সরকারের এজেন্টরা যদি এই কাজ করে থাকেন, তাঁদের পাকড়াও করলেন না কেন?
কথা রাখেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও। বিরোধী দলের অবরোধ সামনে রেখে কয়েক দিন ধরেই তাঁরা মাঠ গরম করছিলেন। তাঁরা বলেছিলেন, বিরোধী দলের অবরোধ প্রতিহত করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। কর্মীদের সে ধরনের নির্দেশও দেওয়া হয়নি। কেবল তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কিন্তু আজ সকালে পুরান ঢাকার আদালতপাড়ায় অবরোধ প্রতিহত করার নামে ছাত্রলীগের কর্মীরা একজন নিরীহ পথচারী যুবককে যেভাবে কুপিয়ে হত্যা করেছেন, তা নৃশংস ও নির্মম। আদালতপাড়ায় বিএনপি-জামায়াতের সমর্থক আইনজীবীরা মিছিল বের করে বাহাদুর শাহ পার্কের দিকে গেলে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় বিশ্বজিত্ দাস নামের ওই যুবক সেখানকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের কর্মী সন্দেহে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। ৫৩ নম্বর ঋষিকেশ দাস লেনের বাসা থেকে শাঁখারীবাজারে তাঁর টেইলার্সের দোকানে যাচ্ছিলেন বিশ্বজিৎ।
যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই। রোববারের অবরোধে একাধিক প্রাণ ঝরে গেছে। অনেক যানবাহন ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আর প্রাণ নয়। আর সম্পদ ধ্বংস নয়। ক্ষমতায় যাওয়ার জন্য বা থাকার জন্য সাধারণ মানুষকে এভাবে জিম্মি করবেন না।
প্রথম আলোর মন্তব্য সহ...
-
Ruhul Amin Rubel
২০১২.১২.০৯ ১৬:৪৩ - বিএপির যেমন দোষ তেমন আ। লীগের তারা কেন ছাত্রলীগকে রাস্তায় নামাল অস্ত্রসহ
-
Md.Mahbub Alam
২০১২.১২.০৯ ১৬:৫৮ - বিশ্বজিত্ দাস তুমি আমাদের ক্ষমা করো। বড়ই নিরমম রাজনিতীর বলি হলে তুমি। তোমার পরিবারের পতি সমবেদনা পরকাশ করছি। খোদা যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন। ধিক্কার জানাই এই সব ক্ষমতালোভী রাজনিতীবিদদের যাদের কাছে মানুষের লাশই হচ্চে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় টিকে থাকার সিড়ি। ধিক তোমাদের শত ধিক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-
Ataur Rahman
২০১২.১২.০৯ ১৬:৫৮ - Next should ignore both parties in next election. They never fullfil or pay attention to our expectation.
-
Md. Khairul Islam
২০১২.১২.০৯ ১৬:৫৯ - আমরা সাদারন মানুস এক হই
-
azad ak
২০১২.১২.০৯ ১৭:০৫ - মাননিয় প্রধান মন্ত্রি দেখুন আপনার সোনার ছেলেদের কাণ্ড। তারা কিভাবে মানুষ হত্যা করে। ...
-
Fahim Hasan
২০১২.১২.০৯ ১৭:০৭ - রাজনীতিতে রাজনীতিবিদদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই এ জ্বালানি হিসাবে আমাদেরকে ব্যবহার বন্ধ হবে কবে??
-
Rashed Khan
২০১২.১২.০৯ ১৭:০৭ - ছাত্রলীগেরতো আজকে কোন কর্মসুচী ছিল না- তারা মাঠে কেন ? উস্কানিমুলক বক্তব্যের কারণে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির দায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীকেই বহন করতে হবে।
-
rakhi
২০১২.১২.০৯ ১৭:০৯ - আওয়ামীলীগকে এখনই দমন না করলে দেশটাকে লুটে পুটে খাবে।
-
rakhi
২০১২.১২.০৯ ১৭:০৯ - আওয়ামীলীগকে এখনই দমন না করলে দেশটাকে লুটে পুটে খাবে।
-
Sujon Ahmed
২০১২.১২.০৯ ১৭:১৪ - সোহরাব ভাই ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কিন্তু সিরাজগঞ্জে যে একজন মারা গেল তার কথা বললেন না ?
-
ashraful
২০১২.১২.০৯ ১৭:১৮ - We hate such politics......shame shame such politicians...
-
Ibrahim
২০১২.১২.০৯ ১৭:৩১ - এক সেকেন্ডের নাই ভরসা - থাকলে বাংলাদেশে।
-
habibullah tuhin
২০১২.১২.০৯ ১৭:৩২ - It is high time to ban this Awami & Chhatar Legue terrorist organization by the responsible citizen. In where legue protest there.
-
shaifu
২০১২.১২.০৯ ১৭:৩৪ - "যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই।"
-
Shah Alam SCSC
২০১২.১২.০৯ ১৭:৩৫ - Thank you 'Protho Alo' to write right things on behalf of general public.
-
jahangir
২০১২.১২.০৯ ১৭:৪৫ - ছি....
-
আবেশ আবদুল্লাহ
২০১২.১২.০৯ ১৭:৪৯ - " তাঁদের পাকড়াও করলেন না কেন""- হাস্যকর আবদার। যেখানে নিজের জীবন এরই নিরাপত্তা নেই, সেখানে ছাত্রলীগকে পাকড়াও করতে গেলে যদি আরও সহিংসতা ঘটত তার দায় কি লেখক নিতেন? আর পাকড়াও করার দায়িত্ব কি বিরধী দলের না পুলিশের?
-
Ahmed
২০১২.১২.০৯ ১৭:৪৯ - ছবিটা দেখে খুব খারাপ লাগলো। মন খারাপ হয়ে গেল। কিছু লিখতেও পারলাম না।
-
লিথি যারনাজ
২০১২.১২.০৯ ১৭:৫০ - লেখক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, "তাঁর কথা অনুযায়ী সরকারের এজেন্টরা যদি এই কাজ করে থাকেন, তাঁদের পাকড়াও করলেন না কেন?" যারা ধারালো অস্ত্র দিয়ে নিরীহ মানুষের ওপর নৃশংস হামলা চালায় তাদেরকে পাকড়াও করা কি বিএনপির দায়িত্ব নাকি পুলিশের দায়িত্ব। আপনার কথাটা অনেকটা স্বরাষ্ট্র মন্ত্রীর কথার মত। তিনিও ছাত্রলীগকে পুলিশের দায়িত্ব নিতে বলেছিলেন।
-
Md. Ataur Rahman Pramanik
২০১২.১২.০৯ ১৭:৫১ - if Awami League & BNP keep their words then the appearance of Bangladesh would be changed.
-
mukta rahman
২০১২.১২.০৯ ১৭:৫২ -
সোহরাব হাসান এর লেখা আমার খুব ভাল লাগে। আজকের লেখাটা তাৎক্ষনিক
বিধায়, ছোট কিন্তু অন্তর জ্বালানো - পোড়ানো লেখা। লেখকের সাথে এক হয়ে
বলি-- যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী
যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই।
আর নয়, এবার থামুন, দুই নেত্রী । -
P. K. Saha
২০১২.১২.০৯ ১৭:৫৬ - we don't want to see politics of both parties anymore, we want peace only. please let us free from all of you politician, so that we can be secured in our life......
-
Sheikh Abul Hasan
২০১২.১২.০৯ ১৮:০৫ - They want power. I hate politics.
-
Prodip
২০১২.১২.০৯ ১৮:১৭ - ছি: ছাত্রলীগ , ছি; ১৮ দল
- ২০১২.১২.০৯ ১৮:১৭
- আমি খুবই হতাশ। একটা প্রকাশ্য দিবালোকে হত্যা এবং গাড়ি ভাংচুর এর প্রতিক্রিয়া কি এক হতে পারে?
-
Tajbiha_Rony
২০১২.১২.০৯ ১৮:২০ - ক্ষমতা দখলের রাজনীতি ও সেই মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক নেতাদের সমর্থন দিয়ে নিজের ফায়দা হাসিল করার মন মানসিকতা যতদিন পর্যন্ত আমরা ছাড়তে না পারব, ততদিন সাধারণ জনগণ এভাবেই রাজনৈতিক দলের হাতের পুতুল হয়ে থাকবে । যদিও এই ধারনা গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী ।
- ২০১২.১২.০৯ ১৮:২১
- এই হিংস্রতা , এই বর্রতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ? নিরীহ প্রানি তো দুরের কথা হিংস্র প্রানিও একে অন্যকে এভাবে হত্যা করে না ।
- ২০১২.১২.০৯ ১৮:২৪
- জগন্নাথ তো কোনো বিশ্ববিদ্যালয় না .... যেন মারামারি আর খুনাখুনির আখরা ..............। ছাত্রলীগের মান সমমান আর থাকলো না .........।
-
FIROJ- Al- AMIN
২০১২.১২.০৯ ১৮:২৭ - যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই।
-
Sajjad Hossain
২০১২.১২.০৯ ১৮:২৮ - বাংলাদেশের রাজনীতিতে কেউ কথা রাখে না। কথা রাখলেই যেন পরাজয় মেনে নেওয়া। যার যার অবস্থান থেকে সেই ভাল।
-
শাহ এন. খাঁন (আবুতোরাব,মিরসরাই)
২০১২.১২.০৯ ১৮:৩২ - ক্ষমতায় যাওয়ার জন্য বা থাকার জন্য সাধারণ মানুষকে এভাবে জিম্মি করবেন না।
-
Nazmul
২০১২.১২.০৯ ১৮:৩২ - মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই বলুন না কেন, ১৮ দলীয় নেতারা এই সহিংসতার সঙ্গে জড়িত নন, কিন্তু এর দায় তাঁরা এড়াতে পারেন না। """"তাঁর কথা অনুযায়ী সরকারের এজেন্টরা যদি এই কাজ করে থাকেন, তাঁদের পাকড়াও করলেন না কেন?""""
-
mahfuza bulbul
২০১২.১২.০৯ ১৮:৩৭ - রাজনীতির লক্ষ্য কী ? মানুষের, রাষ্ট্রের , সমাজের কল্যাণ। কিন্তু আমাদের নেতা নেত্রীর রাজনীতি কার কল্যাণে ?
- ২০১২.১২.০৯ ১৮:৩৮
- ধিক্কার জানাই এই রাজনীতিকে (আওয়ামীলীগ, বিএনপি, জামাত) ।
- ২০১২.১২.০৯ ১৮:৪২
- হায়, বশ্বজিতকে মেরেই ফেললে ?
- ২০১২.১২.০৯ ১৮:৪৪
- যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই। রোববারের অবরোধে একাধিক প্রাণ ঝরে গেছে। অনেক যানবাহন ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আর প্রাণ নয়। আর সম্পদ ধ্বংস নয়। ক্ষমতায় যাওয়ার জন্য বা থাকার জন্য সাধারণ মানুষকে এভাবে জিম্মি করবেন না।
-
ASM Enamul Hoque
২০১২.১২.০৯ ১৮:৪৬ - Who is responsible for this brutal killing. What is going on?
- ২০১২.১২.০৯ ১৮:৪৯
- Honorable Prime Minister & Opposition Leader, We want peace from You!
-
SB Saikat Barua
২০১২.১২.০৯ ১৮:৫১ - ছাত্রলীগের কর্মীদের হামলা থেকে বাঁচার চেষ্টা করছেন বিশ্বজিৎ এটা কি দেশ রে বাপ কোন দেশ এ বাস করি রে বলতে পারেন। যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই।
-
mamunur rosid
২০১২.১২.০৯ ১৮:৫৩ - বিএনপির দাবী তথা সংবিধান সংশোধন করে নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবি মেনে নিয়ে জামায়াতের কৌশলমূলক অবস্থান ভেঙ্গে দিতে হবে
-
Zakaria
২০১২.১২.০৯ ১৮:৫৩ -
Biswajit Please forgive us...We are NOT civilized country...U knew that....I am speechless
Both BNP and AWAMi LEAGUE, We should avoid them in Next Election. -
mahdi adnan
২০১২.১২.০৯ ১৮:৫৩ - shame on me. shame on my humanity. i'm sorry bishwajit. i can't do anything against ur murderer. forgive me.
- ২০১২.১২.০৯ ১৮:৫৫
- ভাই বিশ্বজৎ তুমি অমর রবে ও প্রেরণা হয়ে রবে আপদ-- বিপদ(আ:লীগ-বিএনপি) নিমূলে.....
-
Ad. Waliur Rony
২০১২.১২.০৯ ১৮:৫৯ - খুব দুখের বিশয় ,,,
-
mohammed alamgir
২০১২.১২.০৯ ১৯:১৩ - সোনার দেশ এর সোনার ছেলে, বাংলাদেশ ছাত্রলীগ , সাবাস ছাত্রলীগ
- ২০১২.১২.০৯ ১৯:১৮
- ছাত্রদল কর্মী হলেও এই হত্যা জায়েজ হয়ে যায় নাকি? হরতাল অবরোধ তো বহু আগে থেকেই চলছে, রাস্তা ঘাটে কুপিয়ে মেরে ফেলা তো এতো স্বাভাবিক ছিলনা আগে।
-
Shakti Chandra Mondal
২০১২.১২.০৯ ১৯:২৩ -
অকারনের (জনগণ চায়না) অবরোধে জনগণের কতটা উপকার হল তা বলতে
পারবনা কারন মুখচোরা বাংগালী অামরা সত্য কথা খুব কম সময়ই বলতে পারি,
কিন্তু কিছু অসাধারন মানুষের যে লাভ হয়েছে তা স্পষ্ট করে বলতে পারি-
১. যুদ্ধাপরাধীদের বাচানোর পায়তারা জোরালো হয়েছে
২. কিছু মিথ্যাবাদী, তেলবাজ নেতার মুখে কথা ফুটেছে
৩. জামাত নামের শিবির)দের ভাংচুরে সাহায্য করা হয়েছে
৪. জনগণের সম্পদ ধ্বংস করে কেউ কেউ উল্লাস করতে পেরেছে
৫. কোন নেতা নিজের লাভের জন্য দুর্ভাগা কয়েক জনের প্রান নিতে পেরেছে
....................... -
RANIA ZANNAT
২০১২.১২.০৯ ১৯:৩৪ - Ma please forgive us, we couldn't save your son.....
-
Md.Eamin Hossain
২০১২.১২.০৯ ১৯:৩৮ - এভাবে জালাও পোড়াও রাজনীতি আর কতদিন চলবে ???
-
Kazi S. Shahin
২০১২.১২.০৯ ১৯:৩৯ -
Dear Sohrab Hasan,
Fantastic and brilliant writing from you... in terms of our current situation.
We want stop any bloodshed!!! We all hate our current nasty politics.
Last forty years we witnessed that all political parties prime aim was to gain power and money.
Last 40 years all government parties disturbed our development process. -
Hashi
২০১২.১২.০৯ ১৯:৩৯ - এই দেশের স্বপ্ন দেখেছিল সাড়ে সাত কোটি মানুষ!!!???? হায়রে..............................
- ২০১২.১২.০৯ ১৯:৪০
- Allah, you help us to get rid of these two political parties. I don't think there will be any change in up election.
-
Md. Mizanul Karim
২০১২.১২.০৯ ১৯:৪৫ - এটা হচ্ছে আমাদের গণতন্ত্রকামী রাজনীতিবিদদের গণতন্ত্রের ফলাফল. জীবন্ত মানুষকে লাশ বানিয়েই উনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই. যেখানে আমাদের চারপাশে লাশের ছড়াছড়ি সেখানে উনারা ব্যস্ত কাদা ছুরাছুরি নিয়ে. এটাই আমাদের গণতন্ত্র. "রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই", এই নীতিহীন কথা যে রাজনীতিতে প্রচলতি, সেই রাজনীতিবিদরা কথা দিয়ে কথা রাখার মুল্য বুঝবে কোত্থেকে!!! আমরা সকলেই আশা করব আমাদের রাজনীতিবিদরা লাশের রাজনীতি না করে উন্নয়নের রাজনীতির চর্চা করবে.
-
Arifur Rahman
২০১২.১২.০৯ ১৯:৪৫ - ছাত্রলীগের কর্মীদের হামলা থেকে বাঁচার চেষ্টা করছেন বিশ্বজিৎ!!!!!!!!!!!!!!!!!! কি অবাক কান্ড!
-
Sanat Ghose
২০১২.১২.০৯ ২০:০৩ - ছিঃরাজনীতি!ছিঃ অপরাজনীতি!! ছিঃ.....ছিঃ!
-
Next Generation
২০১২.১২.০৯ ২০:১০ - বিএনপি ও আওয়ামী লীগ কে কথা রাখে ?
-
Sumon Jamadder
২০১২.১২.০৯ ২০:১১ - মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, রাজনৈতিক বলির শিকার হয়ে যেন আর কোন প্রাণ ঝরে না পড়ে।
-
Rokan U Ahmed
২০১২.১২.০৯ ২০:২৭ - তুই রাজাকার এর মত এক সময় বলবে তুই ছাত্রলীগ।
- ২০১২.১২.০৯ ২০:২৭
- both awami league and bnp are responsible for his blood.
-
Anik
২০১২.১২.০৯ ২০:৩০ - মাননিয় প্রধান মন্ত্রি দেখুন আপনার সোনার ছেলেদের কাণ্ড।
-
ASM Enamul Hoque
২০১২.১২.০৯ ২০:৩২ - What is going on?
-
আবেশ আবদুল্লাহ
২০১২.১২.০৯ ২০:৩২ - নিহত তিনজনের মধ্যে তিনজনই পুলিশ অথবা সরকারী দলের হামলায় মারা গিয়েছে। তো সহিংসতা কে করল?
-
kamal uddin
২০১২.১২.০৯ ২০:৩৬ - ছাত্রলীগ কে এদেশ থেকে নিষিদ্দ করা উচিত।
-
Maksudur Rahman
২০১২.১২.০৯ ২০:৩৮ - বিএনপিরঅবরোধ হচ্ছে সরকারের বিরুদ্ধে কিন্তু সরকার কোন কারণে ঘোষনা দিয়ে ছাত্র লীগকে মাঠে নামালো বুঝতে পারলামনা
- ২০১২.১২.০৯ ২০:৪০
- ছাত্রলীগেরতো আজকে কোন কর্মসুচী ছিল না- তারা মাঠে কেন?একজন নিরীহ পথচারী যুবককে যেভাবে কুপিয়ে হত্যা করেছেন, তা নৃশংস ও নির্ম ম. এই বর্রতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ? নিরীহ প্রানি তো দুরের কথা হিংস্র প্রানিও একে অন্যকে এভাবে হত্যা করে না । ছি....
-
Maksudur Rahman
২০১২.১২.০৯ ২০:৪২ - সাধারণ জনগনের কথা চিন্তা করেনা বলেই এরা কথা রাখেনি
- ২০১২.১২.০৯ ২০:৪৯
- আওয়ামিলিগ ও বি এন পি সমান সমান দায়ী !
-
a.h kaysar ahmed
২০১২.১২.০৯ ২১:০৩ - I WANT JUSTICE!!! I WANT JUSTICE!!! I WANT JUSTICE!!!
-
Monu
২০১২.১২.০৯ ২১:০৯ - ছাত্র লীগ কে থামানো উচিৎ।
-
Liton Halder
২০১২.১২.০৯ ২১:১৫ -
বিএন পি এর আন্দোলন জোরদার করতে আর লাশ চাই....।
ছাত্রলীগ ছিনেমা কে ও হার মানাল।
রাজনীতির কি খেলা !
কপাল আমাদের খারাপ তাই এই ভাবে মরতে হয়......। -
Mahmud
২০১২.১২.০৯ ২১:১৮ -
নৃশংস এই ঘটনাটির ভিডিও ফুটেজ চ্যানেল আই এর খবরে প্রায় পুরোটাই
দেখানো হয়েছে। ভিডিও খেকে সন্ত্রাসী- খুনীদের সনাক্ত করে বিচারের
সম্মুখীন করা যেতে পারে সরকারের সদিচ্ছা থাকলে। যদিও আমাদের দেশে রাজনৈতিক
কর্মসুচীর সময় ঘটা হত্যাকান্ডের বিচার সাধারনত হয় না। সে আওয়ামি লীগ-
বিএনপি যারাই ক্ষমতায় থাকুক। আমাদের দেখা ছাড়া বোধহয় আর কিছু করার নেই।
দু-দলেরই রয়েছে সুগঠিত ক্যাডার বাহিনী সাধারন মানুষ কি-ই বা করতে পারে?
আপনার লেখা ভাল লাগল সোহরাব ভাই। -
M A Ghani Sarker
২০১২.১২.০৯ ২১:১৮ - এক দল ক্ষমতায় টিকে থেকে এবং আর এক দল ক্ষমতা দখল করে এ দেশের সাধারন মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ লুট করে টাকার পাহাড় গড়ানোর লক্ষে রাজনীতির নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছে আমরা সাধারন জনগণ এই রাজনীতি ঘৃণা করি, এ দেশে এমন কেউ কি নাই এই তথাকথিত রাজনীতিবিদদের করাল গ্রাস থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করে।
-
Mehedi Al Mamun
২০১২.১২.০৯ ২১:১৯ - ছবিটা দেখে খুব খারাপ লাগলো। মন খারাপ হয়ে গেল। I hate this politics.
-
md.selim
২০১২.১২.০৯ ২১:৩১ - যে রাজনীতি সাধারণ মানুষের রুটিরুজি কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমজীবী যুবকের প্রাণ কেড়ে নেয়, আমরা সেই রাজনীতিকে ধিক্কার জানাই।
-
Rayhan Uddin
২০১২.১২.০৯ ২১:৩৫ - সামান্য যদি মানুষের মানবতা থাকত তাহলে এ কাজ করা সম্ভব হত না। এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীতে কিছু হতে পারে না।
-
Rayhan Uddin
২০১২.১২.০৯ ২১:৩৭ - বিশ্বজীত আমাদের ক্ষমা কর
-
Ridwan
২০১২.১২.০৯ ২১:৪৭ - ভাই একটা মানুষ কিন্তু অনন্ত জীবন নিয়ে আসেনা পৃথিবীতে। কিছু মানুষের কারনে, রাজনৈতিক নোংরামির কারনে, মানুষের ভন্ডামির কারনে যখন কেউ জীবন হারায় তখন তখন এই পাপবোধের বোঝার ভারেইতো জীবন শেষ হয়ে যাবার কথা। কিন্তু আমাদের রাজনীতিবিদেরা দিব্যি বক্তব্য দিয়ে বেড়ান!! মানুষের জীবন কি এতটাই মূল্যহীন!! তারা এই সহজ জিনিসটা বোঝেননা যে দেশের মানুষ কি এত বোকা! অবশ্যই একদিন সবাইকে জবাবদিহি করতে হবে।
-
K.M.Eyasin Arafat
২০১২.১২.০৯ ২১:৪৯ - ছাত্রলীগ= খুনী লীগ ,,,,, ছাএদল= খুনী দল ,,,,,শিিবর = রগকাটা শিিবর..... সাদারন পাবলিক = মার খাওয়া পাবলিক... হা হা হা হা হা আমাদের মেরে ওরা কি মজা পায় কারন আমরাতো মার খেেত ভালবাসি
-
mahmood noble
২০১২.১২.০৯ ২১:৫৪ -
এই দেশের রাজনীতিবিদ দের কথা বার্তা শুনলে মনে হয় তেনারা দেশ
বাসীর কল্যাণ/ দেশের কল্যাণের জন্য অস্থির হয়ে আছেন.। কিন্তু আমরা দেখছি
রাজনীতি হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ব্যবসা ।।
আপনাদের ( রাজনীতিবিদ ) ধন্যবাদ ; অনেক হইসে..।।। এবার ক্ষেমা দেন, আমাদের আর উপকার দরকার নাই। আমাগো মাফ করেন। -
shahid
২০১২.১২.০৯ ২১:৫৫ - দুপুরে খবরটি দেখেই টিভিটে চোখ রাখি। উহ কি বিভৎস দৃশ্য!! একুশে ও ইনডেপেনডেনট টিভিতে দেখলাম চাপাতি হাতে এক ব্যাক্তি বিশ্বজিতকে এলোপাথারি কোপাচ্ছে এবং অন্যরাও লাঠি হাতে পেটাচ্ছে। ছেলেটি বাচার জন্য কি আকুলতা!! সে দৌড়ানোর চেস্টা করছে তারপরো সে মার খাচ্ছে। শেষের দৃশ্যে মেডিকেল কলেজে লাশ। একুশে টিভির ভিডিও ফুটেজে দেখানো হয় চাপাতি হাতে ট্যাগ করা ব্যাক্তিটি ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মি শাকিল।
-
sabbir
২০১২.১২.০৯ ২১:৫৯ - তাঁদের পাকড়াও করলেন না কেন""- হাস্যকর আবদার। যেখানে নিজের জীবন এরই নিরাপত্তা নেই, সেখানে ছাত্রলীগকে পাকড়াও করতে গেলে যদি আরও সহিংসতা ঘটত তার দায় কি লেখক নিতেন? আর পাকড়াও করার দায়িত্ব কি বিরধী দলের না পুলিশের?
-
syed Kamal mohammad Mukul
২০১২.১২.০৯ ২২:০০ - বিএনপি আওয়ামী লীগ: কেউ কথা রাখেনি...........ভালই বলেছেন !বলতে থাকেন একদিন হয়তো কথা রাখবে !
No comments