বীভৎস, নির্মম! by সুব্রত আচার্য্য
বিবাহবহির্ভূত প্রণয়ে জড়ানোয় বোনের মাথা কেটে ফেলল উন্মাদ বড় ভাই। শুধু কি তাই? বাড়ির উঠোনে দেহ থেকে আলাদা করার পর সেই কাটা মাথা নিয়ে এক কিলোমিটার পথ হেঁটে থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি। থানায় গিয়ে বোনের মাথা জমা দিয়ে 'এবার একটু ঠাণ্ডা পানি দিন' বলে ডিউটি অফিসারের সামনের চেয়ারে বীরদর্পে বসে পড়ে সেই পাষণ্ড।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নদীয়াল এলাকায়।
খুনির নাম মেহতাভ আলী মোল্লা। বোন নিলুফারকে হত্যার পরও কোনো অনুশোচনা নেই, উল্টো তার স্বদর্প উক্তি, 'শরিয়ত না মানায় এই শাস্তি। এটা কোনো অন্যায় নয়।' কলকাতার বন্দর এলাকার ডেপুটি পুলিশ কমিশনার মেহবুব রহমান জানান, দুই বছর আগে মেহতাভের বোন নিলুফারের বিয়ে হয় একই এলাকার আকবর আলীর সঙ্গে। তবে তাঁকে এখনো অনুষ্ঠান করে আকবর তাঁর বাসায় তোলেননি। কিন্তু এর মধ্যেই অন্যপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল নিলুফার।
খুনির নাম মেহতাভ আলী মোল্লা। বোন নিলুফারকে হত্যার পরও কোনো অনুশোচনা নেই, উল্টো তার স্বদর্প উক্তি, 'শরিয়ত না মানায় এই শাস্তি। এটা কোনো অন্যায় নয়।' কলকাতার বন্দর এলাকার ডেপুটি পুলিশ কমিশনার মেহবুব রহমান জানান, দুই বছর আগে মেহতাভের বোন নিলুফারের বিয়ে হয় একই এলাকার আকবর আলীর সঙ্গে। তবে তাঁকে এখনো অনুষ্ঠান করে আকবর তাঁর বাসায় তোলেননি। কিন্তু এর মধ্যেই অন্যপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল নিলুফার।
No comments