নেভি দিবসের বিশেষ অতিথি নেহা ধুপিয়া!
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ছোটবেলা থেকেই ইন্ডিয়ান নৌবাহিনীর নিয়মকানুন সমৃদ্ধ পরিবেশের মধ্যে বড় হয়েছেন। কারণ এই তারকার বাবা প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নেভির কমান্ডার।
এসবের বাইরে রোমাঞ্চকর খবর হল, এবারের নেভি ডে উদযাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে নেহা ধুপিয়া আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানটি ভারতের নৌবাহিনীর কাদাম্বা ঘাঁটিতে উদযাপিত হবে। মুম্বাই এবং ভিশাখাপাটনামের পর এটি ভারতীয় নৌবাহিনীর তৃতীয় বৃহত্তম ঘাঁটি।জানা গেছে, বৃহস্পতিবার নেহা বালি থেকে ফিরবেন। সেখানে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুবই খুশি। ছোটবেলায় নিজের পরিবারের সবার সাথে নৌবাহিনীর এমন অনেক অনুষ্ঠান দেখতে যেতেন এই অভিনেত্রী। সেখানে বিশেষ অতিথিদের কিভাবে সম্মানিত করা হয় তা তিনি দেখেছেন।
এখন সেই বিশেষ অতিথির আসনে বসবেন নেহা ধুপিয়া। এটা তার জন্য খুবই আনন্দের ব্যাপার।
No comments