প্রধানমন্ত্রী পদে মনোনয়ন চূড়ান্ত হয়নি : গড়করি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নীতিন গড়করি বলেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দল থেকে কাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত শুক্রবার তিনি এ কথা জানান।
গড়করি বলেন, 'যদিও বিজেপি থেকে আগামী লোকসভা নির্বাচনে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম শোনা যাচ্ছে, কিন্তু দলের সভাপতি হিসেবে আমি বলছি, এখন পর্যন্ত এ ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনাই হয়নি।' তিনি বলেন, 'নির্দিষ্ট সময়ে দলের গঠনতন্ত্র মেনেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
গত বৃহস্পতিবার দলীয় নেত্রী সুষমা সরাজের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মূলত গড়করি দলের এ অবস্থানের কথা জানান। সুষমা বলেছিলেন, বিজেপি থেকে কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
গত বৃহস্পতিবার দলীয় নেত্রী সুষমা সরাজের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মূলত গড়করি দলের এ অবস্থানের কথা জানান। সুষমা বলেছিলেন, বিজেপি থেকে কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
No comments