রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৬ নভেম্বর
নির্বাচন কমিশন (ইসি) ২৬ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল থেকেই নিবন্ধিত ৩৮ রাজনৈতিক দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে।
বৈঠক হবে ২৬, ২৮ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। দলগুলোর নামের আদ্যাক্ষর অনুযায়ী সংলাপের সূচি নির্ধারিত হবে। সংলাপে প্রতিটি রাজনৈতিক দলের সভাপতি ও মহাসচিবসহ মোট তিনজনকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, সংলাপের প্রধান আলোচ্যসূচিতে থাকবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। তার আগে ২২ নভেম্বর কমিশন এনজিও প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে। এরপর চার ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ব্যাপারে কমিশন গত ১৩ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি এবং ১০ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে।
No comments