ফরিদপুরে ধারালো অস্ত্রসহ যুবক আটক-খালেদার বিশ্রাম বাতিল
বরিশাল থেকে ফেরার পথে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিশ্রাম নেওয়ার কথা ছিল এমন একটি সরকারি রেস্ট হাউসের কাছ থেকে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। যুবকটির নাম বিশ্বজিৎ শীল (২৫)। অস্ত্রসহ যুবক আটকের কারণে ওই রেস্ট হাউসে বিশ্রাম এবং জেলার নেতা-কর্মীদের সঙ্গে খালেদা জিয়ার আলোচনার কর্মসূচি বাতিল করে বিএনপি।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে যুবককে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ব্যাডমিন্টন খেলার র্যাকেটের খোলের ভেতরে লুকানো একটি রামদা পাওয়া গেছে। আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্বজিৎ ফরিদপুর জেলা সদরের হাড়োকান্দি গ্রামের নিরঞ্জন শীলের ছেলে।বিএনপির পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে, বিরোধীদলীয় নেতার ওপর হামলার পরিকল্পনা করেছিল ওই যুবক। বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, 'খালেদা জিয়ার ওপর আক্রমণের উদ্দেশ্যেই ওই যুবক সেখানে যায় বলে সন্দেহ করছি।'
কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী জানান, ঘটনার পর সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
No comments