চাপা সাদায় অভিজাত
শাড়িটা ঐতিহ্যবাহী জামদানি। তবে রংটা চাপা সাদা বলেই এর সঙ্গে নানা বৈচিত্র্য আনা যায়। এই রঙে সূক্ষ্ম, ছোট মোটিফের নকশা করা জামদানি বেছে নিন। এর সঙ্গে পরুন পাথরের গয়না। রুপার গয়না পরলেও ভালো দেখাবে। তবে সোনালি রঙের কিছু বা সোনার গয়না এমন সাজে মানিয়ে যাওয়া মুশকিল।
চোখে কালো স্মোকি সাজ করলে ভালো দেখাবে। হাতে তেমন নকশা না করে রুপালি বা সাদা নেইলপলিশ দিন। বড় আংটি পরতে পারেন। আর হাতভর্তি চুড়ির বদলে পরতে পারেন একটি বা দুটি পাথরের ব্রেসলেট। নথ, সীতাপাটি—এ ধরনের গয়না এড়িয়ে শুধু টিকলি পরুন, আর নাকে ছোট্ট পাথরের পিন। পুরো সাজেই থাকবে মেটালিক ভাব। একই ধাঁচের জামদানি ওড়না পরতে পারেন এর সঙ্গে। আর ব্লাউজটা হতে পারে স্লিভলেস, রুপালি রঙের।
No comments