পার্লামেন্টের গতিশীলতা চান প্রণব

পার্লামেন্টের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন করতে বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্লামেন্টকে গতিশীল রাখা সম্ভব। বেশকিছু দিন ধরে কয়েকটি ইস্যু নিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষেই অচলাবস্থা বিরাজ করছে।


এ অবস্থায় আইন সংশোধন করে পার্লামেন্টের দৈনন্দিন কার্যক্রম গতিশীল রাখার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌতে একটি অনুষ্ঠানে প্রণব বলেন, পার্লামেন্টের দৈনন্দিন কাজ যাতে ব্যাহত না হয় সেজন্য আইন প্রণেতাদের আইন সংশোধনের সম্ভাব্যতা যাচাই করে দেখা উচিত। পাশাপাশি মন্ত্রণালয় বা বিভাগের বাজেট বরাদ্দের ব্যাপারটি মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক পার্লামেন্টারি কমিটির কাছে যেতে পারে বলেও মতামত দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আইন তৈরি করার ক্ষমতা আছে কেবল আইন প্রণেতাদের। ফলে তাঁরা আইন সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের কার্যক্রম নির্বিঘ্ন করার সুযোগ তৈরি করতে পারেন।
অভিজিৎ মুখার্জির জয় : প্রণব মুখার্জির ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হয়েছেন তাঁর ছেলে অভিজিৎ মুখার্জি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসনে এ নির্বাচন হয়। প্রণব রাষ্ট্রপতি হওয়ায় তাঁর আসন শূন্য ঘোষণা করা হয়। গত বুধবার ওই আসনে ভোট নেওয়া হয়। এতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ এক লাখ ৯৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.