অদ্ভুত আইন- নাচতে মানা! by শর্মিলা সিনড্রেলা
নাচতে না জানলে কি বরাবরই উঠান বাঁকা হয়? নাকি কখনো কখনো তার পেছনে অন্য কারণও থাকে। নাচটা বোধ হয় এখন মানুষের ভালো ও মন্দ থাকার সহচর হয়ে উঠেছে। কীভাবে? এই ধরুন, আপনার আজ খুব আনন্দের দিন।
উপভোগ করবেন কীভাবে? ধুমধাম গান আর একই সঙ্গে মনখোলা নৃত্য। নয় কি?
জরিপ চালালে হয়তো দেখা যাবে, যেকোনো বিনোদনের চেয়ে নাচ বিনোদন হিসেবে জনপ্রিয় বোধ হয় একটু বেশি। আজকাল তো কোনো অনুষ্ঠানই বলতে গেলে অসম্পূর্ণই থেকে যায় নাচ ছাড়া। বিভিন্ন দেশেই এখন নাচের চর্চা শুরু হয়ে গেছে বেশ ভালোভাবেই। আর সেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশের একটি শহরে নাচ নিষিদ্ধ করার ব্যাপারটি বেশ অদ্ভুতুড়েই বটে। কিন্তু এমনই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের পুরডি শহরে। সেখানে যেকোনো স্কুলে নাচ নিষিদ্ধ। আইন অনুযায়ী পুরডি শহরে নাচ জোরালোভাবে নিষিদ্ধ। যদি নাচতেই হয়, তবে স্কুল বোর্ডের অনুমতি নিয়ে সেটা করা সম্ভব। আর স্কুল বোর্ড মা-বাবা ও শিক্ষার্থীদের চ্যালেঞ্জ উপেক্ষা করে সুপ্রিম কোর্ট থেকে এ অনুমতি নিয়েছে। কী আর করা! সবাইকে মানতে হচ্ছে এ অদ্ভুত আইনটি।
সূত্র: ডাম্বলস ডটকম
জরিপ চালালে হয়তো দেখা যাবে, যেকোনো বিনোদনের চেয়ে নাচ বিনোদন হিসেবে জনপ্রিয় বোধ হয় একটু বেশি। আজকাল তো কোনো অনুষ্ঠানই বলতে গেলে অসম্পূর্ণই থেকে যায় নাচ ছাড়া। বিভিন্ন দেশেই এখন নাচের চর্চা শুরু হয়ে গেছে বেশ ভালোভাবেই। আর সেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশের একটি শহরে নাচ নিষিদ্ধ করার ব্যাপারটি বেশ অদ্ভুতুড়েই বটে। কিন্তু এমনই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের পুরডি শহরে। সেখানে যেকোনো স্কুলে নাচ নিষিদ্ধ। আইন অনুযায়ী পুরডি শহরে নাচ জোরালোভাবে নিষিদ্ধ। যদি নাচতেই হয়, তবে স্কুল বোর্ডের অনুমতি নিয়ে সেটা করা সম্ভব। আর স্কুল বোর্ড মা-বাবা ও শিক্ষার্থীদের চ্যালেঞ্জ উপেক্ষা করে সুপ্রিম কোর্ট থেকে এ অনুমতি নিয়েছে। কী আর করা! সবাইকে মানতে হচ্ছে এ অদ্ভুত আইনটি।
সূত্র: ডাম্বলস ডটকম
No comments