সিরাজদিখানে সৈয়দ আবুল মকসুদ- দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে
বিশিষ্ট কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় লালন শাহের গান ও বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে লালন শাহ বটতলা প্রাঙ্গণে লালনগীতি বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের উদ্বোধনের সময় সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন লালন সাঁইজি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লালনগীতি চর্চার জন্য এই বিদ্যালয় একদিন বিশ্বে পরিচিতি লাভ করবে।
প্রসঙ্গত, সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের টেকেরহাটে ইছামতী নদীর তীরে লালন শাহ বটতলায় প্রথমে একটি শ্রেণীকক্ষ নিয়ে গড়ে উঠে লালনগীতি বিদ্যালয়।
বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন সৈয়দ আবুল মকসুদ।
অনুষ্ঠানে লালন শাহ বটতলার ওয়েবসাইটের (www.lalonshahbattala.com) উদ্বোধন করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কুষ্টিয়া থেকে আসা দরবেশ নহির শাহ্, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।
সৈয়দ আবুল মকসুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন লালন সাঁইজি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লালনগীতি চর্চার জন্য এই বিদ্যালয় একদিন বিশ্বে পরিচিতি লাভ করবে।
প্রসঙ্গত, সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের টেকেরহাটে ইছামতী নদীর তীরে লালন শাহ বটতলায় প্রথমে একটি শ্রেণীকক্ষ নিয়ে গড়ে উঠে লালনগীতি বিদ্যালয়।
বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন সৈয়দ আবুল মকসুদ।
অনুষ্ঠানে লালন শাহ বটতলার ওয়েবসাইটের (www.lalonshahbattala.com) উদ্বোধন করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কুষ্টিয়া থেকে আসা দরবেশ নহির শাহ্, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।
No comments