আবু ছিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত- খানখানাবাদে শান্তিপূর্ণ ভোট by মোহাম্মদ মোরশেদ হোসেন
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে আবু ছিদ্দিক দুই হাজার ৭৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন দুই হাজার ৫৯০ ভোট।
সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্র দুপুরের পর অনেকটা ফাঁকা ছিল। ভোটারের উপস্থিতি ছিল কম। দুপুর একটায় পূর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দেখা গেছে, লাইনে কোনো ভোটার নেই। এ কেন্দ্রের প্রবীণ ভোটার আজিজ আহমদ সিকদার বলেন, ‘ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোট দিচ্ছেন। ভোট সুষ্ঠু হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে ভোটকেন্দ্রে মানুষ কম এসেছেন।’
দেড়টার সময় রায়ছটা সামাজিক যোগাযোগকেন্দ্রে গিয়ে চোখে পড়ে চার থেকে পাঁচজন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘এ কেন্দ্রে ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয়নি।’ পূর্ব ডোংরা হাজী আলতাফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মক দায়িত্ব পালন করেছি। কোনো গোলোযোগ হয়নি।’ বাঁশখালীর ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার বলেন, ‘নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমরা সফল হয়েছি। উপকূলীয় খানখানাবাদের মানুষ এবার নির্বিঘ্নে ভোট দিয়েছেন।’
উল্লেখ্য, গত ২৭ জুলাই খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ জাহান চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
দেড়টার সময় রায়ছটা সামাজিক যোগাযোগকেন্দ্রে গিয়ে চোখে পড়ে চার থেকে পাঁচজন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘এ কেন্দ্রে ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয়নি।’ পূর্ব ডোংরা হাজী আলতাফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মক দায়িত্ব পালন করেছি। কোনো গোলোযোগ হয়নি।’ বাঁশখালীর ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার বলেন, ‘নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমরা সফল হয়েছি। উপকূলীয় খানখানাবাদের মানুষ এবার নির্বিঘ্নে ভোট দিয়েছেন।’
উল্লেখ্য, গত ২৭ জুলাই খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ জাহান চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
No comments