ক্যান্সার সারবে সাপের বিষে
সাপ তার বিষকে ক্ষতিকর নয়- এমন অণুতে রূপান্তর করতে সক্ষম। আর রূপান্তরিত ওই অণু ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।
সাপের বিষ ও কোষের জিনগত অনুক্রম নিয়ে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা যৌথভাবে এ গবেষণাটি করেছেন। এতে দেখা গেছে, সাপের বিষ শুধু স্বাভাবিক কোষ থেকেই বিকশিত হয় না বরং এটা ক্ষতিকর নয় এমন প্রোটিনেও রূপান্তরিত হতে পারে। অস্ট্রেলিয়ার গবেষকদলের সদস্য গেভিন হাটলে জানান, সাপের বিষ ক্ষতিকর নয় এমন কোষে পরিণত হওয়ার বিষয়টি এই প্রথম জানা গেল। এই আবিষ্কার ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধ তৈরির কাজে সহায়ক হবে। ক্যান্সারাক্রান্ত টিউমার চিকিৎসার কাজে কিভাবে সাপের রূপান্তরিত কোষের সর্বোত্তম ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক হাটলে বলেন, 'সাপের বিষ ছোটখাটো ওষুধ কম্পানি। অ্যামিনো এসিড থেকে স্বাভাবিক জীবকোষ উৎপন্ন হয়, তা থেকে বিষ এবং সেই বিষ থেকে পুনরায় স্বাভাবিক কোষ তৈরির বিষয়টি গুরুত্বসহকারে গবেষণা করা প্রয়োজন। রূপান্তরিত অণুগুলো একটি বিশেষ শারীরবৃত্তীয় কাজে কিভাবে ব্যবহৃত হয় তা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে এই গবেষণার ফলে।' তিনি বলেন, 'রূপান্তরিত অণুকে কিভাবে মানুষের ওষুধ তৈরির কাজে ব্যবহার করা যায় তাই গবেষণার গুরুত্বপূর্ণ দিক। আর এটাই আমরা করতে চাই।' সূত্র : এএফপি।
No comments