বন্যায় পাকিস্তানে ৩০ লাখ লোক ক্ষতিগ্রস্ত
সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে মারা গেছে ৩৬৯ জন এবং গৃহহারা হয়েছে প্রায় দুই লাখ মানুষ। চারটি প্রদেশের লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অস্থায়ী শিবিরে দুই লাখ মানুষ রয়ে গেছে। সংস্থাটির দুর্যোগ পর্যবেক্ষক সেলের কর্মকর্তারা জানিয়েছেন, সিনু্ল, বেলুচিস্তান, পাঞ্জাব ও খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বিভিন্ন অবকাঠামো এবং সরকারি-বেসরকারি সম্পদ মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি রুপি। বন্যায় এক হাজার ১৬৮ জন আহত হয়েছে। চারটি প্রদেশ এবং বিশেষ প্রশাসনিক এলাকা আজাদ কাশ্মীর ও গিলজিত-বালতিস্তানের প্রায় ২০ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে। এ ছাড়া হাজার হাজার গবাদিপশু মারা গেছে। কর্মকর্তারা জানান, বন্যায় সিন্ধু প্রদেশের ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আট লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে। এই প্রদেশে বন্যায় ১৩৮ জন নিহত এবং ৬০০ জন আহত হয়েছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
No comments