সুন্দরবন রক্ষায়... by মোঃ মেছের আলী

বন হচ্ছে বাঘের বাসস্থান। বাঘ, সিংহ, হরিণ, সুন্দরবনে বাস করছে। নিরিবিলি পরিবেশ, অত্যন্ত নিরাপদ স্থান সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও হরিণ সর্বক্ষণ আতঙ্কের মধ্যে বাস করছে। মানুষ আতঙ্ক। বাঘ থাকলে বাঘের বাচ্চা থাকবে।


বংশ বৃদ্ধি পাবে। সুন্দরবন সুন্দর হবে। এটাই স্বাভাবিক। সুন্দরবন, বাঘ, সিংহ, হরিণ, সুন্দরী কাঠ প্রভৃতি রক্ষা করতে বহুবার লেখা পত্রিকায় ছাপা হলেও কোন কাজে আসেনি। সুন্দরবনকে এখন সুন্দরবন বলা ঠিক হবে না। বনের ভেতরে কাঠগাছ নিধনের ফলে রৌদ্রে খা খা করছে, ফাঁকা হয়ে গেছে সবুজ ঘনবন। পশুদের নিরাপদ বাসস্থানও হুমকির মধ্যে পতিত। পশুরাজ সিংহ, টাইগার, হরিণ হাজারো রকমের পশু-পাখি, জীবজানোয়ার পালাবে কোথায়? কোথায় আশ্রয় নেবে।’ দেশের বরিশাল, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায়, থানা এলাকার বন্দরে, হাটে অসংখ্য সুন্দরী, মেহগনি, দেবদারুল, চাম্বল কাঠের দোকানে সুন্দরবনের কাঠ অবাধে বিক্রি হচ্ছে। সুন্দরবনে ৭০০-৮০০ বাঘ, সিংহ ছিল। এদের গর্জনে বনের সৌন্দর্য বৃদ্ধি পেত। হাট বাজারের মতো জমজমাট ছিল সুন্দরবন। একশ্রেণীর মানুষ নামের পশু সুকৌশলে দিনের পর দিন বাঘ শিকার করে বিদেশে পাচার করে দিচ্ছে। বর্তমানে ২০০-৩০০ শত বাঘ, সিংহ আতঙ্কে বসবাস করছে। বাঘ হত্যা করছে। চামড়া, অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করছে। এছাড়া সিংহ, হরিণ, নানা জাতের পাখি, সাপ সবই বিলুপ্ত হবে সিন্ডিকেটের আক্রমণে। সুন্দরবন তার সৌন্দর্য হারাবে। সুন্দরবন রক্ষার কথা ভাবতে হবে। পশু-পাখি রক্ষা করতে ব্যবস্থা নিতে হবে। বৃক্ষ নিধন বন্ধ করতে হবে।

No comments

Powered by Blogger.