চরাচর-বেকার হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ by ফখরে আলম

কলকাতার ৮ নম্বর স্মিথ লেন বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ছাত্রজীবনের সেই কক্ষকে জাদুঘর করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষ নামে পরিচিত এই জাদুঘরটি দেখার জন্য এখন অনেকেই আসেন। চোখে চশমা আঁটা ও মুজিবকোট পরা মার্বেল পাথরে তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে থাকেন।


মন দিয়ে দেখেন বঙ্গবন্ধুর পড়ার চেয়ার-টেবিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে বর্তমান মাওলানা আজাদ কলেজ_পূর্বতন ইসলামিয়া কলেজে লেখাপড়া করতেন। এ সময় তিনি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। এটি একটি ঐতিহাসিক কক্ষ। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ এ কক্ষটিকে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করে। ওই বছরের ৩১ জুলাই উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্য সাধন চক্রবর্তী, আজাদ কলেজের অধ্যক্ষ ড. সত্যব্রত ভট্টাচার্য, কলকাতাস্থ বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত শেখ আহমেদ জালাল স্মৃতিকক্ষের নামফলক উন্মোচন করেন। এরপর এই কক্ষের প্রবেশপথের মুখে সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি এই ভাস্কর্যের ফলক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সরেজমিন বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ ঘুরে দেখা গেছে, বেকার হোস্টেলের তৃতীয় তলার ২৩ ও ২৪ নম্বর কক্ষ দুটি একত্র করে সংরক্ষণ করা হয়েছে। ২৪ নম্বর কক্ষে রয়েছে বঙ্গবন্ধুর পড়ার চেয়ার-টেবিল, একটি কাঠের আলমারি ও খাট। ২৩ নম্বর কক্ষে রয়েছে বঙ্গবন্ধুর একটি আলোকচিত্র আর বেশ কিছু বইপুস্তক। স্মৃতিকক্ষ দেখতে আসা পর্যটক ও বঙ্গবন্ধুর ভক্তদের বেকার হোস্টেলের কর্মী শেখ গোলাম গোওস সহযোগিতা করেন। তিনি বঙ্গবন্ধুর ছাত্রজীবনের গল্প শোনান। তিনি বললেন, 'বঙ্গবন্ধু ২৩ নম্বর রুমে লেখাপড়া করেছেন। আর ২৪ নম্বর রুমে রাতে ঘুমিয়েছেন। পাশে বেকার হোস্টেলের পাঁচতলা নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এটির নাম রাখা হবে বঙ্গবন্ধু ভবন।' সরকারি এই বেকার হোস্টেলের প্রশাসনিক কর্মকর্তা শেখ ফরিদ গোলাম বলেন, 'বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ দেখার জন্য বাংলাদেশ থেকে অনেকে এখানে আসেন। ভারতের লোকরাও আসেন। তাঁরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান। আমরা তাঁদের সব ধরনের সহযোগিতা করি। ১৯১০ সালে প্রতিষ্ঠিত বেকার হোস্টেলে অনেক খ্যাতিমান লোক আবাসিক ছাত্র হিসেবে ছিলেন। বঙ্গবন্ধু তাঁদের অন্যতম। তিনি বাংলাদেশের স্থপতি। এ কারণে বেকার হোস্টেলে তাঁর স্মৃতি ধরে রাখা হয়েছে।'
ফখরে আলম

No comments

Powered by Blogger.