নতুন প্যাপিরাসে যিশুর 'বিয়ে বিতর্ক'

যিশুখ্রিষ্ট বিবাহিত ছিলেন কি না- তা নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু সম্প্রতি খোঁজ পাওয়া এক টুকরো প্যাপিরাসে প্রাচীন মিসরের এক খ্রিস্টান পুরোহিতের লেখা একটি অসমাপ্ত বাক্য যিশুর 'বিয়ে বিতর্ক'কে আবারও উসকে দিল।


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের হার্ভার্ড ডিভিনিটি স্কুলের অধ্যাপক কারেন কিং গত মঙ্গলবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এক সম্মেলনে চতুর্থ শতাব্দীর ওই প্যাপিরাসটি তুলে ধরেন। একটি ভিজিটিং কার্ডের সমান ওই প্যাপিরাসে লেখা রয়েছে, 'যিশু তাদের বললেন, আমার স্ত্রী...।' হার্ভার্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে কিং বলেছেন, 'যিশু বিবাহিত নন, এই দাবির পক্ষে ঐতিহাসিক কোনো প্রমাণ না থাকার পরও খ্রিস্টীয় ঐতিহ্যে এই বিশ্বাস দীর্ঘদিন ধরে লালিত হয়ে আসছে। প্রশ্নটি বিবাহ ও যৌনতা নিয়ে তীব্র বিতর্কের অংশ হিসেবেই আমাদের সামনে আসছে।' খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ও ক্যাথলিক চার্চের বিশ্বাস অনুযায়ী, যিশুকে অবিবাহিত অবস্থায়ই ক্রুশবিদ্ধ করা হয়। তবে তিনি বিবাহিত ছিলেন কি না, এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই বিতর্ক সৃষ্টি করে আসছে। ড্যান ব্রাউনের বহুল বিক্রীত উপন্যাস 'দ্য ডা ভিঞ্চি কোড'সহ বিভিন্ন বই ও আলোচনায় নানাভাবে যিশুর বিবাহিত হওয়ার পক্ষেই মত পোষণ করা হয়েছে। গবেষকদের একটি অংশ মনে করে, যিশু ম্যারি ম্যাগডালিনিকে বিয়ে করেছিলেন এবং তাঁদের একটি সন্তানও ছিল। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.