সোনালী ব্যাংকের ১১ পরিচালককে দুদকে তলব
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম এবং বিদায়ী পরিচালক সুভাষ সিংহ রায়সহ ব্যাংকের সাবেক ও বর্তমান ১১ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালকদের ঠিকানায় গতকাল মঙ্গলবার নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ পরিচালকদের দুদকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের যে ১১ জনকে দুদক জিজ্ঞাসাবাদ করবে তাঁরা হলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পরিচালক মো. শহিদুল্লাহ মিঞা, সুভাষ সিংহ রায়, জান্নাত আরা হেনরী, কাশেম হুমায়ূন, মো. আনওয়ার শহীদ, এ এস এম নাঈম, কে এম জামান রোমেল, সাইমুম সরওয়ার কামাল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও প্রদীপ কুমার দত্ত।
সূত্র জানায়, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ পরিচালকদের দুদকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের যে ১১ জনকে দুদক জিজ্ঞাসাবাদ করবে তাঁরা হলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পরিচালক মো. শহিদুল্লাহ মিঞা, সুভাষ সিংহ রায়, জান্নাত আরা হেনরী, কাশেম হুমায়ূন, মো. আনওয়ার শহীদ, এ এস এম নাঈম, কে এম জামান রোমেল, সাইমুম সরওয়ার কামাল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও প্রদীপ কুমার দত্ত।
No comments