মানসম্মত চ্যানেল ও কাজের প্রত্যাশা-কাজের মানের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন by ফজলুর রহমান বাবু
আশা তো করি অনেক কিছুই। আশা করতে আর স্বপ্ন দেখতে টাকা-পয়সা লাগে না। একটি সুখী-সুন্দর দেশ দেখতে চাই। সেটা কবে হবে জানি না। গত বছর বেশ কয়েকটি টিভি চ্যানেল যাত্রা শুরু করেছে। এ বছরও আরো বেশ কিছু টিভি চ্যানেল যাত্রা শুরু করবে। নতুন আরো চ্যানেল হচ্ছে। কিন্তু এসব টিভি চ্যানেল চালানোর মতো মানসম্মত অনুষ্ঠান তৈরির কারিগর কি আমাদের হাতে আছে? নতুন বছরে সেই কারিগর তৈরি হোক। আমাদের টিভি নাটক আন্তর্জাতিক অঙ্গনেও
সুনাম বয়ে আনুক_এটাই আমার আশা। চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, তারা যেন কাজের সংখ্যা না বাড়িয়ে মানের দিকে যত্নশীল হন।
শুক্রবার কোনো শুটিং করব না
মীর সাব্বির
গত বছর আমাদের টেলিভিশন চ্যানেল, নাট্যনির্মাতা, শিল্পী এবং কলাকুশলী সবার মধ্যেই একধরনের অস্থিরতা কাজ করেছে। অস্থিরতার মাঝেও সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করেছেন। নতুন বছর সব অস্থিরতা কেটে যাবে তা আশা করি না। এটা কাটতে সময় লাগবে। আর এর জন্য দরকার যথোপযুক্ত পরিকল্পনা। সবাইকেই পেশাজীবী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের টিভি নাটকের মান দিন দিন পড়ে যাচ্ছে। আমাদের এখানে ভালো নির্মাতা, ভালো বাজেট, ভালো নাট্যকার ও অভিনয়শিল্পীর সংকট রয়েছে। যারা ভালো আছেন তাঁদের সংখ্যা হাতেগোনা। নতুন বছর নতুন ভালো কাজ টিভি পর্দায় দেখতে পাব_এটাই আমার প্রত্যাশা।
নতুন বছর নতুন একটি পরিকল্পনা নিয়েছি। খুব বেশি সমস্যায় না পড়লে শুক্রবার কোনো শুটিং করব না। অভিনয়জীবনের ১২ বছর পার করেছি। এটা মেনে নিতে বাধ্য হচ্ছি, পরিবারকে সময় দেওয়াটাও কাজের মধ্যেই পড়ে।
কাজের ক্ষেত্র প্রসারিত হোক
মোশাররফ করিম
আশা-নিরাশার দোলাচলে কেট গেল একটি বছর। জীবনের সব সংকটময় অবস্থানে থেকেও স্বপ্ন দেখি দেশের জন্য, মানুষের জন্য কিছু করার। অভিনয় ছাড়া আর কোনো ক্ষমতা আমার নেই। সেই অভিনয়ের ক্ষমতা বা দক্ষতা দিয়েই টিভি মিডিয়া বা সিনেমার জন্য যদি কিছু করতে পারি সেটাই হবে আমার নতুন বছরের প্রত্যাশা। আমাদের টিভি নাটকের এক বিরাট বাজার তৈরি হয়েছে। এখন বছরে হাজার হাজার নাটক তৈরি হয়। আর এর সঙ্গে পরোক্ষ এবং প্রতক্ষ্যভাবে জড়িত রয়েছে অসংখ্য মানুষ। নতুন বছর কাজের ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে আমার আশা।
প্রতিটি কাজ যেন নিয়মের মধ্যে থাকে
চঞ্চল চৌধুরী
আমাদের দেশের নাটকের মান ২০১০ পর্যন্ত অনেক ভালো ছিল। ২০১১ তে এসে কাজের মান অনেক কমে গেছে। সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে এই নয়া বছরে। ২০১২ সালে আমার প্রত্যাশা, যেসব কাজ আমি গুছিয়ে নিতে পারিনি সেসব কাজ গুছিয়ে নেব। নির্মাতা ও শিল্পীদের প্রতি অনুরোধ, তাঁরা যেন দর্শকদের মানসম্মত কাজ উপহার দেন। প্রতিটি কাজ যেন একটি নিয়মের মধ্যে থাকে।
দর্শক যেন আমাদের চ্যানেল দেখে
স্বাগতা
২০১২ সালে যেন আমাদের দেশ কোনো বড় ধরনের সংকটে না পরে। আমাদের জীবনযাত্রার মান উন্নত হোক। খুন, সন্ত্রাস, চাঁদাবাজি কমে যাক। কলকাতার চ্যানেল নয়, দর্শক যেন আমাদের চ্যানেল দেখতে আগ্রহী হয়_সেই মানের নাটক ও টিভি অনুষ্ঠান নির্মাণ করা হোক। সিনেমার ক্ষেত্রেও একই কথা। আমি ব্যক্তিগতভাবে গত বছর পুরোটাই নানা ঝামেলার মধ্যে ছিলাম। তেমন কোনো কাজ করতে পারিনি। এ বছর আমি প্রচুর ভালো কাজ করতে চাই।
শুক্রবার কোনো শুটিং করব না
মীর সাব্বির
গত বছর আমাদের টেলিভিশন চ্যানেল, নাট্যনির্মাতা, শিল্পী এবং কলাকুশলী সবার মধ্যেই একধরনের অস্থিরতা কাজ করেছে। অস্থিরতার মাঝেও সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করেছেন। নতুন বছর সব অস্থিরতা কেটে যাবে তা আশা করি না। এটা কাটতে সময় লাগবে। আর এর জন্য দরকার যথোপযুক্ত পরিকল্পনা। সবাইকেই পেশাজীবী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের টিভি নাটকের মান দিন দিন পড়ে যাচ্ছে। আমাদের এখানে ভালো নির্মাতা, ভালো বাজেট, ভালো নাট্যকার ও অভিনয়শিল্পীর সংকট রয়েছে। যারা ভালো আছেন তাঁদের সংখ্যা হাতেগোনা। নতুন বছর নতুন ভালো কাজ টিভি পর্দায় দেখতে পাব_এটাই আমার প্রত্যাশা।
নতুন বছর নতুন একটি পরিকল্পনা নিয়েছি। খুব বেশি সমস্যায় না পড়লে শুক্রবার কোনো শুটিং করব না। অভিনয়জীবনের ১২ বছর পার করেছি। এটা মেনে নিতে বাধ্য হচ্ছি, পরিবারকে সময় দেওয়াটাও কাজের মধ্যেই পড়ে।
কাজের ক্ষেত্র প্রসারিত হোক
মোশাররফ করিম
আশা-নিরাশার দোলাচলে কেট গেল একটি বছর। জীবনের সব সংকটময় অবস্থানে থেকেও স্বপ্ন দেখি দেশের জন্য, মানুষের জন্য কিছু করার। অভিনয় ছাড়া আর কোনো ক্ষমতা আমার নেই। সেই অভিনয়ের ক্ষমতা বা দক্ষতা দিয়েই টিভি মিডিয়া বা সিনেমার জন্য যদি কিছু করতে পারি সেটাই হবে আমার নতুন বছরের প্রত্যাশা। আমাদের টিভি নাটকের এক বিরাট বাজার তৈরি হয়েছে। এখন বছরে হাজার হাজার নাটক তৈরি হয়। আর এর সঙ্গে পরোক্ষ এবং প্রতক্ষ্যভাবে জড়িত রয়েছে অসংখ্য মানুষ। নতুন বছর কাজের ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে আমার আশা।
প্রতিটি কাজ যেন নিয়মের মধ্যে থাকে
চঞ্চল চৌধুরী
আমাদের দেশের নাটকের মান ২০১০ পর্যন্ত অনেক ভালো ছিল। ২০১১ তে এসে কাজের মান অনেক কমে গেছে। সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে এই নয়া বছরে। ২০১২ সালে আমার প্রত্যাশা, যেসব কাজ আমি গুছিয়ে নিতে পারিনি সেসব কাজ গুছিয়ে নেব। নির্মাতা ও শিল্পীদের প্রতি অনুরোধ, তাঁরা যেন দর্শকদের মানসম্মত কাজ উপহার দেন। প্রতিটি কাজ যেন একটি নিয়মের মধ্যে থাকে।
দর্শক যেন আমাদের চ্যানেল দেখে
স্বাগতা
২০১২ সালে যেন আমাদের দেশ কোনো বড় ধরনের সংকটে না পরে। আমাদের জীবনযাত্রার মান উন্নত হোক। খুন, সন্ত্রাস, চাঁদাবাজি কমে যাক। কলকাতার চ্যানেল নয়, দর্শক যেন আমাদের চ্যানেল দেখতে আগ্রহী হয়_সেই মানের নাটক ও টিভি অনুষ্ঠান নির্মাণ করা হোক। সিনেমার ক্ষেত্রেও একই কথা। আমি ব্যক্তিগতভাবে গত বছর পুরোটাই নানা ঝামেলার মধ্যে ছিলাম। তেমন কোনো কাজ করতে পারিনি। এ বছর আমি প্রচুর ভালো কাজ করতে চাই।
No comments