কক্সবাজার ভ্রমণে শেখ রেহানা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার, থেকে: বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এখন কক্সবাজারে। তবে তার কক্সবাজার ভ্রমণের বিষয়টি কঠোরভাবে গোপন রাখে স্থানীয় প্রশাসন। নিরাপত্তার কারণে মিডিয়া ও জনসাধারণের কাছে তার সফরের বিষয়টি গোপন রাখা হয় বলে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি রাঙ্গামাটি সফর শেষে ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় বৌদ্ধ তীর্থস্থান সম্রাট অশোকের নির্মিত রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও জগৎ জ্যোতি শিশুসদন পরিদর্শন করেন। তার এ আকস্মিক সফরে এলাকার অনেকেই হতভাগ হয়েছেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন তার মেয়ে টিউলিপ, ছেলে রেজাউল সিদ্দিকী ববি, নাতি লিলা এবং বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমুখ। শেখ রেহানা রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, জগৎ জ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোম পরিদর্শন করেন। এ সময় হোমের সব শিক্ষার্থীরা শেখ রেহানাকে দ্বৈতকণ্ঠে দেশের গান গেয়ে শোনান। পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তিনি এলাকার শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করেন। এখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নিরাপত্তায় তিনি রাংকুট ত্যাগ করেন। এরপর তিনি কক্সবাজার সমুদ্র সৈকত তীরবর্তী একটি অভিজাত হোটেলে ওঠেন। তার সঙ্গে ২৮ জন অতিথি রয়েছেন। তার এ সফরকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার দুই ছেলে মেয়েসহ পরিবারের প্রায় ২৮ জন অতিথি নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াবেন বলে জানা গেছে। শেখ রেহানা আজ সেন্ট মার্টিন ভ্রমণ শেষে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
No comments