আবাহনী ২: ১ আরামবাগ-সবার আগে আবাহনী

বাংলাদেশ পুলিশকে ৬-০ গোলে হারিয়ে শুরু। নতুন মৌসুমে জ্বলে ওঠার বার্তাটা প্রথম দিনেই দিয়ে রেখেছে আবাহনী। পুলিশ দুর্বল দল বলে দেখার অপেক্ষা ছিল আরামবাগের বিপক্ষে কী করে বর্তমান চ্যাম্পিয়নরা। ভালোই করেছে আবাহনী। এখন পর্যন্ত সবচেয়ে গোছানো দল হিসেবে নিজেদের তুলে ধরেছে আকাশি-নীলরা। টানা দুই জয়। সবার আগে মৌসুম সূচক ফেডারেশন কাপের শেষ আটে ওঠার আনুষ্ঠানিকতা শেষ। গ্রুপ চ্যাম্পিয়নশিপও মোটামুটি


নিশ্চিত। আবাহনী অনেকটাই নির্ভার। কাল আরামবাগের বিপক্ষে জয়টা ২-১। ২-০ হওয়ার পর গা-ছাড়া মনোভাব দেখিয়ে রক্ষণভাগ একটা গোল খাইয়েছে। নইলে আবাহনীর খেলায় আগাগোড়াই ধার ছিল যথেষ্ট। গতবারের চেয়ে এবার স্থানীয় খেলোয়াড় সংগ্রহে আবাহনী বেশ সমৃদ্ধ। কোচ আলী আকবর পোরমুসলিমির কোচিং তত্ত্বই হলো, প্রতিপক্ষের পা থেকে দ্রুত বল কেড়ে নেওয়া আর প্রচুর রানিং। দ্রুত আক্রমণ এবং দ্রুত রক্ষণ। তাতে আবাহনীকে দারুণ গতিশীল একটা দল দেখাচ্ছে।
দুই উইংব্যাক ওয়ালি ও নাসির প্রায় সারাক্ষণই ওভারল্যাপ করে আক্রমণে সাহায্য করেছেন। তিন স্টপার, তিন মিডফিল্ডারের সামনে ইব্রাহিম। ওপরে দুই স্ট্রাইকার থুরাম ফ্রাঙ্ক আর লাকি পল। ঘানাইয়ান ফ্রাঙ্ক গত বাংলাদেশ লিগে ১৪ গোল করেছেন। পরীক্ষিত সৈনিক। এবার তাঁর সঙ্গে নাইজেরিয়ান পলের জুটিটা ভালোই জমবে মনে হয়। আবাহনীর দুটি গোলই এ দুজনের। পেছনে অধিনায়ক সামাদ, সামনে ইব্রাহিম, পল, ফ্রাঙ্ক। চার বিদেশি আবাহনীকে অনেক দূর টানবেন—ইঙ্গিত মিলল এমনটাই।
আবাহনীতে নিজের ষষ্ঠ মৌসুম খেলছেন ইব্রাহিম। সেই প্রথম দিনটির মতো আবাহনীর খেলাটা কেন্দ্রীভূত হয় ইব্রাহিমকে ঘিরেই। কালও তাই হলো। ম্যাচের পর ইব্রাহিম বলছিলেন, ‘আমি নিজেকে যথেষ্ট ফিট মনে করছি। আশা করি, ভালো খেলে যাব।’
১৮ মিনিটে পলের আলতো শটে প্রথম এগিয়ে যায় আবাহনী। চাতুর্যের সঙ্গে ফ্রাঙ্ক ৬৬ মিনিটে করেন ২-০। পোস্টের দুই গজ সামনে বল পান ফ্রাঙ্ক, মাইনাস করার ভান করে কৌশলে সামনের পোস্টের সামান্য ফাঁকা জায়গা দিয়ে বলটা পাঠান জালে। শেষ দিকে মামুনের টোকায় ব্যবধান কমানোই আরামবাগের প্রাপ্তি এই ম্যাচ থেকে।
গোল খাওয়াটা পছন্দ হয়নি কোচ আলী আকবরের। ম্যাচের পর বললেন, ‘সামগ্রিকভাবে দল ভালো খেলেছে। তবে গা-ছাড়া মনোভাব দেখিয়ে গোল খাওয়াটা উদ্বেগের।’
পুলিশের জয়: কমলাপুর স্টেডিয়ামে কাল মফিজুলের দেওয়া পেনাল্টি গোলে বাংলাদেশ পুলিশ হারিয়েছে ফেনী সকারকে (১-০)। দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া পুলিশের সামনে সম্ভাবনা জাগল শেষ আটে যাওয়ার।

No comments

Powered by Blogger.