বাহরাইনে দাঙ্গা পুলিশের রোষানলে আহত এক মানবাধিকার কর্মী
বাহরাইনের রাজধানী মানামায় এক বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে দাঙ্গা পুলিশের হামলার শিকার হয়েছেন দেশটির একটি মানবাধিকার সংগঠনের কর্মী। বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস সংগঠনটির প্রধান নাবিল রজবকে মারধর করার পর তাকে কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত অবস্থায় তাকে স্থানীয় সুলাইমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দাঙ্গা পুলিশ সমাবেশটি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় বাকি বিক্ষোভকারীরা আশপাশের বাড়ি-ঘরে সাময়িক আশ্রয় নেয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে রজব জানান, ঘটনার ২৫-৩০ মিনিটের মাথায় আমি আমার গাড়ির দিকে এগিয়ে যাই। ওই সময় দাঙ্গা পুলিশের একটি দল আমার ওপর হামলা চালায়। সম্ভবত ৫ থেকে ৭ জন ছিল ওই দলটিতে। এদিকে এ হামলার দায় অস্বীকার করেছে দেশটির সরকার। এ ঘটনায় দেশজুড়ে প্রচণ্ড নিন্দার ঝড় বইছে।
No comments