ব্রেকিং ছড়া-যত দোষ পারদ ঘোষ by আলিম আল রাজি
জানল সকল সুস্থ মানুষ, জানল পাগলাগারদ,
নেমে গেছে এ সরকারের জনপ্রিয়র পারদ।
রাষ্ট্র হলো গ্রাম ও শহর, রাষ্ট্র হলো পাড়া,
পারদ কেন নামল নিচে, কোনো কারণ ছাড়া?
নেমে গেছে এ সরকারের জনপ্রিয়র পারদ।
রাষ্ট্র হলো গ্রাম ও শহর, রাষ্ট্র হলো পাড়া,
পারদ কেন নামল নিচে, কোনো কারণ ছাড়া?
শঙ্কা এখন লোকসমাজে, শঙ্কা পুরো দেশে
অলক্ষুণে কাণ্ড দেখো, কেমন সর্বনেশে!
মিটিং-মিছিল আর সেমিনার করল ছাত্রলীগ,
পারদ ব্যাটার শাস্তি চেয়ে স্লোগান দিগ্বিদিক।
দুর্নীতিবাজ মন্ত্রী বলেন, কোনখানে তুই পারদ?
চাবকে পিঠের ছাল ছাড়াব, ঠিক শুনে রাখ বদ।
র্যাব ও পুলিশ যৌথভাবে খুঁজছে সারা দেশ
ক্রসফায়ারে আজ পারদের বংশ হবে শেষ।
আবুল হোসেন হেসে বলেন, সকল খোঁজাই মিছে
পারদ দেখো লুকিয়ে আছে পদ্মা সেতুর নিচে।
নেতারা সব যুক্তি করে গড়েন ঐক্যজোট,
লক্ষ্মীসোনা পারদকণা জলদি একটু ওঠ।
বুদ্ধিজীবী, আমলা বসে করেন আলোচনা,
কেমন করে ওপরতলায় পারদকে যায় আনা।
যাকে ঘিরে কাণ্ড এমন, সেই বেচারা পারদ
ভাবছে, দেশের বিপদ হবে কেমন করে রোধ।
ব্যক্তি তো নয় দলই বড়, দলের চেয়ে দেশ
এই কথাটা রাখলে মনে, সকল দুঃখের শেষ।
অলক্ষুণে কাণ্ড দেখো, কেমন সর্বনেশে!
মিটিং-মিছিল আর সেমিনার করল ছাত্রলীগ,
পারদ ব্যাটার শাস্তি চেয়ে স্লোগান দিগ্বিদিক।
দুর্নীতিবাজ মন্ত্রী বলেন, কোনখানে তুই পারদ?
চাবকে পিঠের ছাল ছাড়াব, ঠিক শুনে রাখ বদ।
র্যাব ও পুলিশ যৌথভাবে খুঁজছে সারা দেশ
ক্রসফায়ারে আজ পারদের বংশ হবে শেষ।
আবুল হোসেন হেসে বলেন, সকল খোঁজাই মিছে
পারদ দেখো লুকিয়ে আছে পদ্মা সেতুর নিচে।
নেতারা সব যুক্তি করে গড়েন ঐক্যজোট,
লক্ষ্মীসোনা পারদকণা জলদি একটু ওঠ।
বুদ্ধিজীবী, আমলা বসে করেন আলোচনা,
কেমন করে ওপরতলায় পারদকে যায় আনা।
যাকে ঘিরে কাণ্ড এমন, সেই বেচারা পারদ
ভাবছে, দেশের বিপদ হবে কেমন করে রোধ।
ব্যক্তি তো নয় দলই বড়, দলের চেয়ে দেশ
এই কথাটা রাখলে মনে, সকল দুঃখের শেষ।
No comments