শিশুদের প্রতি প্রধানমন্ত্রী-বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনে আত্মনিয়োগের আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার গণভবনে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট এ প্রতিযোগিতার আয়োজন করে। শেখ হাসিনা বলেন, ‘আমরা একটি শিক্ষিত
গতকাল শনিবার গণভবনে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট এ প্রতিযোগিতার আয়োজন করে। শেখ হাসিনা বলেন, ‘আমরা একটি শিক্ষিত
ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ প্রজন্ম চাই। এ লক্ষ্যে আমরা একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের কর্মসূচির আলোকে সব সহযোগিতা দিচ্ছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ তারানা হালিম, কবি রবিউল হুসাইন, ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ট্রাস্টের সভাপতি এ এফ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংগীতশিল্পী বুলবুল মহলানবিশ।
খ্রিষ্টান প্রতিনিধিদলের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে তুলতে সবাইকে অব্যাহত সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে প্রতিটি ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারে।
গতকাল সন্ধ্যায় গণভবনে বড়দিন উদ্যাপনের প্রাক্কালে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিটি ধর্মের অনুসারীদের অধিকার সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা সবাই এ দেশের সন্তান। সব ধর্মের মানুষের অপরিমেয় ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ তারানা হালিম, কবি রবিউল হুসাইন, ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ট্রাস্টের সভাপতি এ এফ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংগীতশিল্পী বুলবুল মহলানবিশ।
খ্রিষ্টান প্রতিনিধিদলের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে তুলতে সবাইকে অব্যাহত সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে প্রতিটি ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারে।
গতকাল সন্ধ্যায় গণভবনে বড়দিন উদ্যাপনের প্রাক্কালে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিটি ধর্মের অনুসারীদের অধিকার সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা সবাই এ দেশের সন্তান। সব ধর্মের মানুষের অপরিমেয় ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’
No comments