শুভ বড়দিন-শান্তি ও সৌহার্দ্যের বারতা বয়ে আনুক

জ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস আমাদের দেশে বড়দিন হিসেবে আখ্যায়িত। এ দিনে যিশুখ্রিস্ট বেথেলহেম নগরীতে জন্মগ্রহণ করেন। বলা হয়ে থাকে, ঋতু পরিক্রমায় তীব্র শৈত্যমণ্ডিত ডিসেম্বরের ২৫ তারিখ দৈর্ঘ্যে ছোট হলেও এর গুরুত্ব বিশাল। তাই দিনটি বড়দিন নামে অভিহিত। যিশুখ্রিস্টের জন্মের মহিমান্বিত ক্ষণটি উদযাপন করতে বিশ্বব্যাপী এ দিনটি ক্রিসমাস হিসেবে পালিত হয়। পাশ্চাত্যের দেশগুলোতে এ দিনটিকে ঘিরে


ছুটির উৎসব শুরু হয়। নগর-গ্রাম আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। স্থানে স্থানে তারকা শোভিত আলো দেখা যায়। পূর্বদেশের তিন জ্ঞানী যেভাবে আকাশের তারকাকে অনুসরণ করে বেথেলহেমে যিশুখ্রিস্টের জন্মস্থানে উপস্থিত হতে পেরেছিলেন, সেই আলোক দিশার কথাই স্মরণ করিয়ে দেয় এই আলোকসজ্জা। ক্রিসমাসে ভ্রমণপিপাসু মানুষেরা ক্রিসমাসের ছুটি উপভোগ করতে সপরিবারে দূর-দূরান্তে ছুটে যান। শুধু পাশ্চাত্যে নয়, প্রাচ্যের বহু দেশেও বড়দিন বছরের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। কালের বিবর্তনে এ উৎসব খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃত্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্যদের মধ্যেও। বিশেষ করে, ক্রিসমাস উৎসবের জৌলুসময় আলোকসজ্জা সবাইকে আকৃষ্ট করে। সুসজ্জিত ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে নানা আয়োজনে যোগ দেন ছোট-বড় সকলে। ক্রিসমাসে বিশেষ আয়োজন থাকে শিশুদের জন্য। ছোটদের প্রিয় চরিত্র সান্তাক্লজের আগমন ঘটে বড়দিনে। সান্তাক্লজের আগমন ও ছোটদের মধ্যে উপহার বিতরণের আয়োজন এ দিনের আকর্ষণীয় অনুষঙ্গ। আমাদের দেশেও ক্রিসমাস উৎসব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ইতিমধ্যে দেশের চার্চগুলো বড়দিনের সাজে সেজে উঠেছে। চারদিকে নানা প্রস্তুতি শুরু হয়েছে। বড়দিনের বাহ্যিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে এ কথা যেমন সত্য, তেমনি এর অন্তর্গত শিক্ষাও আকর্ষণীয়। যিশুখ্রিস্ট শান্তি ও সৌহার্দ্যের বারতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, নিপীড়িত ও নির্যাতিত মানুষকে মুক্তির বার্তা দিয়েছিলেন। মানুষের প্রতি প্রেম, সেবা ও সহভাগিতার বাণী ছড়িয়েছিলেন। তার কথা ও কাজে অনুপ্রাণিত হয়ে মুক্তিকামী বহু মানুষ তাকে অনুসরণ করেছিলেন। কিন্তু মানুষের মুক্তির এই বার্তা বয়ে আনার জন্য তাকে চরম কষ্ট ও নির্যাতন ভোগ করতে হয়েছিল। শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ হয়ে আত্মত্যাগ করেছিলেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্যই তিনি অবর্ণনীয় কষ্ট সয়ে চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন। তার এ আত্মত্যাগ শুধু খ্রিস্টবিশ্বাসী নয়, সব মানুষকে বেদনাদীর্ণ করে। দুই হাজার বছর ধরে তার বাণী পৃথিবীর বহু মানুষকে সেবা, কল্যাণ ও সৌহার্দ্যের পথে উৎসাহিত করেছে। তার জন্মদিনটি একটি গুরুত্বপূর্ণ ক্ষণ, উৎসবের মুহূর্ত। বর্তমান প্রেক্ষাপটে যিশুখ্রিস্টের শিক্ষা অত্যন্ত জরুরি বলে বিবেচিত। আমাদের সমাজ-রাজনীতিতে যে অসহিষ্ণুতা, সন্দেহ, অবিশ্বাস দানা বেঁধে উঠেছে তাতে মানুষের প্রতি প্রেম, সেবা ও সৌহার্দ্যের বাণী বিশেষ গুরুত্ব বহন করে। বড়দিন মুক্তি ও ত্যাগের শিক্ষাও দিয়ে থাকে। সে শিক্ষা সবাইকে স্পর্শ করলে তা হবে বড় প্রাপ্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। এ দেশে দীর্ঘদিন ধরে সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের অনন্য আদর্শের মধ্য দিয়ে বড়দিন পালিত হচ্ছে। উৎসবে দেশের চার্চগুলোর নিরাপত্তার ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ সবসময়ই থাকে। আশা করা যায়, এবারও কোনো ব্যতিক্রম ছাড়া শান্তিপূর্ণভাবে বড়দিন পালিত হবে। বড়দিনের জৌলুসময় উৎসব খ্রিস্ট ধর্মাবলম্বী তো বটেই, সমাজের অন্যদেরও স্পর্শ করবে। ছোট-বড় সবাই নির্মল আনন্দে আত্মহারা হবেন। এ উৎসব শান্তি ও সৌহার্দ্যের পরিবেশকে আরও উজ্জীবিত করুক। সবার মধ্যে আনন্দের বার্তা বয়ে আনুক। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন।

No comments

Powered by Blogger.