আর্জেন্টিনার সামনে বলিভিয়া-কলম্বিয়ার চ্যালেঞ্জ
চিলির বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে ২০১৪ বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনা বড় এক ধাক্কা খেয়েছে বাছাইপর্বের পরের ম্যাচেই। ভেনিজুয়েলার কাছে অপ্রত্যাশিতভাবে ০-১ গোলে হেরে যাওয়া 'আলবিসেলেস্তে'দের সামনে এবার কঠিন আরেক পরীক্ষাই অপেক্ষা করে আছে। পাঁচ দিনের মধ্যেই যে খেলতে হবে বিশ্বকাপ বাছাইয়ের দু-দুটো ম্যাচ! এ দুটো ম্যাচের জন্য ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো এবং ইউরোপের বিভিন্ন ক্লাব দলে খেলা আর্জেন্টিনার তারকা ফুটবলাররা।
শুক্রবার বুয়েনস এইরেসে বলিভিয়ার সঙ্গে ম্যাচের চার দিন পর আলেসান্দ্রো সাবেলার দল মুখোমুখি হবে কলম্বিয়ার। প্রথম ম্যাচটা তাঁর দল খুব সহজেই জিতবে বলে আশা করা হচ্ছে। তবে কলম্বিয়ার মাঠে গিয়ে প্রতিপক্ষের পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জও থাকছে বলে ধারণা করা হচ্ছে। সেটি সেখানকার তাপমাত্রা নিয়ে। বিকেলের দিকে যা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এমন তাপমাত্রা খেলোয়াড়দের শারীরিক সামর্থ্যের চরম পরীক্ষা নিয়ে ছাড়বে নিশ্চিত। আর শীর্ষ খেলোয়াড়দের ওই ম্যাচের জন্য ঝরঝরে রাখতে বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় সারির দল নামাতে পারেন বলে যে গুঞ্জন, সেটাকে অবশ্য উড়িয়েই দিয়েছেন সাবেলা। সোমবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ নিশ্চিত করেছেন, 'আমরা হোমওয়ার্ক করেছি। তাই বলে ব্যাপারটা এমন নয় যে আমরা দুই ম্যাচে দুটো দল নামানোর কথা ভাবছি।' যদিও ওই দুটো ম্যাচের জন্য বাড়তি চার খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।
আর্জেন্টিনাকে যখন বাছাইপর্ব নিয়ে ভাবতে হচ্ছে, তখন ব্রাজিলের অত চিন্তার বালাই নেই। স্বাগতিক হিসেবে ২০১৪ বিশ্বকাপের মূল পর্বে তারা সরাসরিই খেলবে। তার পরও সমালোচনার অন্ত নেই। আর্জেন্টিনায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে চলেছেন মানো মানেজেস। এবার তাঁর সমালোচকদের দলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি সক্রেটিসও। মেনেজেসকে একহাত নিয়ে বলেছেন, 'আমাদের ফুটবল এখন মুমূর্ষু। যাঁরাই এখন দলটা চালাচ্ছেন, তাঁরা আমাদের ক্রীড়া ঐতিহ্য থেকে সরে গিয়ে ফুটবলকে নিয়ে গেছেন অন্য পথে। এখন ব্রাজিলের খেলা দেখা রীতিমতো অসম্ভব হয়ে গেছে। কারণ আমরা এখন কুৎসিত ফুটবল খেলছি। আমাদের জাতীয় দল এখন কলঙ্কিত। এখন পুরো ম্যাচ দেখে একজন খেলোয়াড়কেও আপনি দেখবেন না, যে কিনা ড্রিবলিং করছে। যেন ব্রাজিলের নামে ইউরোপিয়ান ফুটবল দেখছি আমরা।'
মেনেজেস যে নেইমারকে প্রাধান্য দিচ্ছেন, সেটাও ঠিক পছন্দ নয় সক্রেটিসের। তাঁর বিবেচনায় নেইমারের চেয়ে অনেকখানি এগিয়ে থাকেন গানসো, "সামর্থ্যের কথা বললে গানসোকেই 'বিগ ব্রাজিলিয়ান' বলতে হয়। মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এগোলে ও বড় হবে। কারণ ও দলটাকে খেলায় এবং খেলার গতি ঠিক করে দেয়।' এএফপি, গোলডটকম
আর্জেন্টিনাকে যখন বাছাইপর্ব নিয়ে ভাবতে হচ্ছে, তখন ব্রাজিলের অত চিন্তার বালাই নেই। স্বাগতিক হিসেবে ২০১৪ বিশ্বকাপের মূল পর্বে তারা সরাসরিই খেলবে। তার পরও সমালোচনার অন্ত নেই। আর্জেন্টিনায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে চলেছেন মানো মানেজেস। এবার তাঁর সমালোচকদের দলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি সক্রেটিসও। মেনেজেসকে একহাত নিয়ে বলেছেন, 'আমাদের ফুটবল এখন মুমূর্ষু। যাঁরাই এখন দলটা চালাচ্ছেন, তাঁরা আমাদের ক্রীড়া ঐতিহ্য থেকে সরে গিয়ে ফুটবলকে নিয়ে গেছেন অন্য পথে। এখন ব্রাজিলের খেলা দেখা রীতিমতো অসম্ভব হয়ে গেছে। কারণ আমরা এখন কুৎসিত ফুটবল খেলছি। আমাদের জাতীয় দল এখন কলঙ্কিত। এখন পুরো ম্যাচ দেখে একজন খেলোয়াড়কেও আপনি দেখবেন না, যে কিনা ড্রিবলিং করছে। যেন ব্রাজিলের নামে ইউরোপিয়ান ফুটবল দেখছি আমরা।'
মেনেজেস যে নেইমারকে প্রাধান্য দিচ্ছেন, সেটাও ঠিক পছন্দ নয় সক্রেটিসের। তাঁর বিবেচনায় নেইমারের চেয়ে অনেকখানি এগিয়ে থাকেন গানসো, "সামর্থ্যের কথা বললে গানসোকেই 'বিগ ব্রাজিলিয়ান' বলতে হয়। মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এগোলে ও বড় হবে। কারণ ও দলটাকে খেলায় এবং খেলার গতি ঠিক করে দেয়।' এএফপি, গোলডটকম
No comments