চট্টগ্রাম সিটি করপোরেশন-এক হাজার পাঁচ কোটি টাকার ১৪ আয়বর্ধক প্রকল্প অনুমোদন by আহমেদ কুতুব,

ট্টগ্রাম সিটি করপোরেশনের এক হাজার পাঁচ কোটি টাকার ১৪টি আয়বর্ধক প্রকল্পের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব প্রকল্প থেকে করপোরেশনের ৫৮৬ কোটি টাকা নিট আয় হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ২০০৬ সালে ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটটি আয়বর্ধক অ্যাপার্টমেন্ট ও আধুনিক মার্কেট প্রকল্প রয়েছে। কিন্তু ছয় বছর আগে অ্যাপার্টমেন্টগুলোর নির্মাণকাজ শেষ হলেও সরকারের অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ৯১৯ কোটি টাকা ব্যয়ে বাকি ছয়টি নতুন অ্যাপার্টমেন্ট ও আধুনিক মার্কেট নির্মাণ প্রকল্প ২০১১-১২ অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু করবে করপোরেশন।


এ প্রসঙ্গে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, 'স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার করপোরেশনের ১৪টি আয়বর্ধক প্রকল্পের অনুমোদন পেয়েছি। এসব প্রকল্পের মধ্যে কয়েকটি প্রকল্প আগেই বাস্তবায়ন করা হয়েছিল। সরকারের অনুমোদন না থাকায় আগে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। সরকারের অনুমোদন পাওয়ার পর স্থগিত থাকা প্রকল্পগুলো পুনরায় সচল করা হবে এবং সম্পূর্ণ নতুন প্রকল্পগুলো অচিরেই বাস্তবায়নের উদ্যোগ নেবে করপোরেশন। ১৪টি প্রকল্প থেকে সব ব্যয় বাদ দিয়ে করপোরেশনের নট আয় হবে ৫৮৬ কোটি টাকা।'
জানা গেছে, অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে ২০০৬ সালে আটটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে করপোরেশনের ব্যয় হয় ৮৬ কোটি টাকা। প্রকল্পগুলো হলো_নগরীর অঙ্েিজনে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ, ইসলামাবাদ বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ, রহমতগঞ্জ বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ, ব্যাটারি গলির বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ, কোরবানীগঞ্জ বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট নির্মাণ, আগ্রাবাদ শপিং কমপ্লেঙ্ নির্মাণ ও সাগরিকা ছয়তলা অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প। ৯১৯ কোটি টাকা ব্যয়ে নতুন যে ছয়টি প্রকল্পের অনুমোদন পেয়েছে, তা হলো_৮০৩ কোটি টাকা ব্যয়ে কালুঘাটের স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প, ২০ কোটি টাকা ব্যয়ে হালিশহর আবাসিক এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ, সাত কোটি টাকা ব্যয়ে লালচান্দ রোডের বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ, ৪৯ কোটি টাকা ব্যয়ে করপোরেশনের নগর ভবন নির্মাণ, ২০ কোটি টাকা ব্যয়ে চান্দগাঁও ওয়ার্ড অফিসের জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ, ১৬ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট বাজার বহুতল ভবন নির্মাণ প্রকল্প।
এ প্রসঙ্গে করপোরেশনের সহকারী এস্টেট কর্মকর্তা এখলাসুর রহমান বলেন, 'করপোরেশনের অঙ্েিজন বহুতল অ্যাপার্টমেন্ট, ইসলামাবাদ বহুতল অ্যাপার্টমেন্ট, রহমতগঞ্জ বহুতল অ্যাপার্টমেন্ট, ব্যাটারি গলির বহুতল অ্যাপার্টমেন্ট, কোরবানীগঞ্জ বহুতল অ্যাপার্টমেন্টসহ অন্য প্রকল্পগুলোর নির্মাণকাজ ২০০৬ সালে বাস্তবায়ন করা হয়। সরকারের অনুমোদন না পাওয়া ফ্ল্যাটগুলো বিক্রিসহ সব কার্যক্রম স্থগিত ছিল। সরকারের অনুমোদন না পাওয়া অনেক দিন ধরে খালি অবস্থায় পড়ে ছিল। এখন ফ্ল্যাটগুলো বিক্রি করতে আর কোনো বাধা থাকল না। প্রকল্পগুলো সচল হওয়ায় করপোরেশন অনেক টাকা আয় করতে পারবে। করপোরেশন ওই টাকা নগরবাসীর সেবায় ব্যয় করতে পারবে।'

No comments

Powered by Blogger.