পাকিস্তান আরও ৮ হাজার সেনাকে পরমাণু অস্ত্র রক্ষার প্রশিক্ষণ দিচ্ছে
পাকিস্তান আরও আট হাজার সেনাসদস্যকে পরমাণু অস্ত্র রক্ষার প্রশিক্ষণ দিচ্ছে। পাকিস্তানের সেনা কর্মকর্তারা এক বিবৃতিতে এ খবর দিয়েছেন। এসব সেনাসদস্য শারীরিক দিক দিয়ে যেমন সামর্থবান, তেমনি মেধাবী এবং উন্নত অস্ত্র দ্বারা সজ্জিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা নিরাপত্তা বাহিনীর সাতশ’ সদস্যের মাঝে সনদ বিতরণ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ বিবৃতি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান মেজর জেনারেল মুহাম্মাদ তাহির উপস্থিত ছিলেন। পাকিস্তানের পরমাণু অস্ত্র এই কৌশলগত বিভাগই দেখাশোনা করে থাকে।
পাকিস্তানের পরমাণু অস্ত্র গোপনে অনিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে বলে আটলান্টিক এবং ন্যাশনাল জার্নাল নামে দুটো মার্কিন ম্যাগাজিনে খবর প্রকাশের পর আট হাজার কর্মী প্রশিক্ষণ দেয়ার খবর বের হলো। ম্যাগাজিন দুটির খবরে দাবি করা হয়েছে, কেউ যাতে চিহ্নিত করতে না পারে সেজন্য দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তান তার পরমাণু অস্ত্র ও অস্ত্র তৈরির উপাদান সরিয়ে নিয়েছে। পাকিস্তান সাধারণত তার পরমাণু অস্ত্রের বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করে না। তবে নতুন এ বিবৃতিকে মার্কিন ম্যাগাজিন দুটিতে প্রকাশিত খবরের প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বলে আসছে, পাকিস্তানের পরমাণু অস্ত্র খুবই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং সম্ভাব্য আল কায়দা গেরিলাদের হাতে পড়তে পারে। কিন্তু পাকিস্তান বলছে, তাদের পরমাণু অস্ত্র আল কায়দার হাতে পড়ার কোনো আশঙ্কা নেই বরং মার্কিন যুক্তরাষ্ট্রই এসব অস্ত্র ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছে। গত মে মাসে পাকিস্তানের সেনা শহর অ্যবোটাবাদে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানের পর থেকে ইসলামাবাদের মধ্যে এ আশঙ্কা আরও জোরদার হয়েছে। তবে ওয়াশিংটন বার বার বলছে, পাকিস্তানের পরমাণু অস্ত্র ছিনিয়ে নেয়ার বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু মার্কিন ম্যাগাজিন আটলান্টিক ও ন্যাশনাল জার্নাল যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে, পাকিস্তানে সম্ভাব্য অভিযান এবং এসব অস্ত্রের নিরাপত্তার জন্য ওয়াশিংটন সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে।
No comments