টিটির মাধ্যমে রফতানি বিলেও নগদ সহায়তা

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির অর্থ টিটির মাধ্যমে এলেও নগদ সহায়তা দেওয়া হবে। তবে এ পদ্ধতিতে রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে কিছু শর্ত পালন করতে হবে। এর আগে শুধু নেগোসিয়েশন ও কালেকশন পদ্ধতিতে পাওয়া বিলের বিপরীতে রফতানিতে নগদ সহায়তা দেওয়া হতো। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির ক্ষেত্রে শর্ত পূরণসাপেক্ষে নেগোসিয়েশন ও কালেকশনের পাশাপাশি টিটির মাধ্যমে পাওয়া মূল্যের বিপরীতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পদ্ধতিতে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি ঋণ বা চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। রফতানিপণ্যের সঠিক দাম, পরিমাণ, বিদেশি ক্রেতার যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রফতানির বিপরীতে অগ্রিম মূল্য পরিশোধের বিষয়ে নিশ্চিত হয়ে ঘোষণা দিতে হবে। অগ্রিম মূল্য প্রত্যাবাসনের বিষয়টি সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এক্সচেঞ্জ হাউস বা অন্য কোনো মাধ্যমে করলে তা গ্রহণ করা হবে না। এতে আরও বলা হয়, এখন থেকে জাহাজিকরণকৃত পণ্যের ক্ষেত্রে রফতানি বিল নেগোসিয়েশন বা কালেকশনের পাশাপাশি টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ পদ্ধতি কার্যকর হবে। তবে এ পদ্ধতিতে রফতানির ক্ষেত্রে যে দেশে পণ্য যাবে কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে। টিটি বার্তার ভাষ্যে অবশ্যই আমদানিকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ইনভয়েস নম্বর, ইএক্সপি নম্বর প্রত্যাবাসিত রফতানি মূল্যের সনদপত্র, নিট এফওবি মূল্যসহ সার্বিক তথ্য উল্লেখ করতে হবে।

No comments

Powered by Blogger.