কলকাতা বিশ্ববিদ্যালয়-শেখ হাসিনাকে ডি-লিট প্রদানে আমন্ত্রণপত্র by সুব্রত আচার্য্য,
দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নানা ধরনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আসছে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ হাসিনা যাতে এ সম্মান গ্রহণ করেন, এ জন্য গত ৪ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের মাধ্যমে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জিত দাশ কালের কণ্ঠকে বলেন, 'গত বছর ভুটানের রাজাকে সম্মানিত এই উপাধি দেওয়া হয়েছিল।
এবার আমরা রাজ্যপাল এম কে নারায়ণন ও রাজ্য সরকারের সম্মতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট সম্মান নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।' ড. সুরঞ্জিত দাশ আরো বলেন, 'ডিসেম্বর মাসের শেষ দিকে কিংবা জানুয়ারি মাসের শুরুতে সমাবর্তন করার কথা ভাবছি আমরা। তবে অবশ্যই প্রধান অতিথি শেখ হাসিনার সময়সূচি মেনে তারিখ চূড়ান্ত করা হবে।'
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, 'দক্ষিণ এশিয়াতেই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে দশটি একাডেমিক হাবের একটি। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছে। তা ছাড়া ভারতের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে 'ইনস্টিটিউট অব ফরেন স্টাডিজ পলিটিঙ্' অধ্যয়নের পৃথক বিভাগ রয়েছে। সার্কের চুক্তির কথাও যদি বলেন, তবে সেখানেও রয়েছে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগের কথা। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে এই ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, 'দক্ষিণ এশিয়াতেই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে দশটি একাডেমিক হাবের একটি। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছে। তা ছাড়া ভারতের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে 'ইনস্টিটিউট অব ফরেন স্টাডিজ পলিটিঙ্' অধ্যয়নের পৃথক বিভাগ রয়েছে। সার্কের চুক্তির কথাও যদি বলেন, তবে সেখানেও রয়েছে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগের কথা। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে এই ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
No comments