সবচেয়ে জনপ্রিয় দেশ জার্মানি, দ্বিতীয় যুক্তরাজ্য
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশ জার্মানি। এর পরে রয়েছে যুক্তরাজ্য। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে।
২৭টি দেশের অন্তত ২৯ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে শতকরা ৬৩ জনের বিবেচনায় দেশ হিসেবে গড়পড়তায় জার্মানিই সবচেয়ে সেরা। জরিপে অংশ নেওয়া ২৭টি দেশের মধ্যে ২৪টির নাগরিকেরা যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
যুক্তরাজ্যকে ইতিবাচক হিসেবে দেখে, এমন নাগরিকের সংখ্যা গত বছরের তুলনায় এবার বেড়েছে। গত বছর এর হার ছিল ৫৩ শতাংশ। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশ। আবার যুক্তরাজ্য সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার দুই শতাংশ হ্রাস পেয়েছে।
জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর হার ৮০ শতাংশ। এ তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার নাগরিকেরা; ৭৯ শতাংশ। এর পরের স্থানটি কানাডার। সে দেশের শতকরা ৬৯ ভাগ নাগরিকই যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে।
২৭টি দেশের অন্তত ২৯ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে শতকরা ৬৩ জনের বিবেচনায় দেশ হিসেবে গড়পড়তায় জার্মানিই সবচেয়ে সেরা। জরিপে অংশ নেওয়া ২৭টি দেশের মধ্যে ২৪টির নাগরিকেরা যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
যুক্তরাজ্যকে ইতিবাচক হিসেবে দেখে, এমন নাগরিকের সংখ্যা গত বছরের তুলনায় এবার বেড়েছে। গত বছর এর হার ছিল ৫৩ শতাংশ। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশ। আবার যুক্তরাজ্য সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার দুই শতাংশ হ্রাস পেয়েছে।
জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর হার ৮০ শতাংশ। এ তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার নাগরিকেরা; ৭৯ শতাংশ। এর পরের স্থানটি কানাডার। সে দেশের শতকরা ৬৯ ভাগ নাগরিকই যুক্তরাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে।
No comments