যুক্তরাজ্যে সিগারেট বিক্রি হবে সাদা প্যাকেটে
যুক্তরাজ্যে সিগারেট বিক্রি হবে সাদা প্যাকেটে। এতে কোনো রং থাকবে না, প্রতিষ্ঠানের লোগো থাকবে না, থাকবে না গ্রাফিকসের কোনো কাজ। সিগারেটের প্রতি ধূমপায়ীদের আসক্তি কমাতে শিগগিরই এ ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। গতকাল সোমবার ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।
সিগারেটের নতুন প্যাকেটে রং ও নকশাসহ ব্র্যান্ডের নাম না থাকলেও স্বাস্থ্যবিষয়ক সতর্কতা থাকবে। প্রতিবেদনে বলা হয়, তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে আরোপ করা কঠোর আইনের অংশ হিসেবে সরকার এ পদক্ষেপ নিয়েছে। কাল বুধবার জাতীয় ধূমপানবিরোধী দিবসে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হতে পারে।
২০০৮-০৯ সালের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যের ২২ শতাংশ লোক ধূমপান করে। ধারণা করা হচ্ছে, রংচংহীন প্যাকেটে সিগারেট বিক্রির আইনটি বাস্তবায়িত হলে ধূমপায়ীদের সিগারেটে আসক্তি কমে যাবে। অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টও এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
সিগারেটের নতুন প্যাকেটে রং ও নকশাসহ ব্র্যান্ডের নাম না থাকলেও স্বাস্থ্যবিষয়ক সতর্কতা থাকবে। প্রতিবেদনে বলা হয়, তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে আরোপ করা কঠোর আইনের অংশ হিসেবে সরকার এ পদক্ষেপ নিয়েছে। কাল বুধবার জাতীয় ধূমপানবিরোধী দিবসে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হতে পারে।
২০০৮-০৯ সালের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যের ২২ শতাংশ লোক ধূমপান করে। ধারণা করা হচ্ছে, রংচংহীন প্যাকেটে সিগারেট বিক্রির আইনটি বাস্তবায়িত হলে ধূমপায়ীদের সিগারেটে আসক্তি কমে যাবে। অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টও এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
No comments