‘মর্যাদার লড়াইয়ে’ কেনিয়া ১৯৮
ছোটদের ‘বড়’ ম্যাচ! নয়াদিল্লিতে চলমান দিবা-রাত্রির ম্যাচের কথা বাদ দিলে তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে কেনিয়া ও কানাডা। হার তিনটিতেই। আজ ‘মর্যাদার লড়াইয়ে’ কানাডার বিপক্ষে ১৯৮ রান তুলেছে কেনিয়া।
একদিক থেকে প্রথমার্ধের খেলায় দুই দলের অবস্থান সমান। কেনিয়া যেমন পুরো ৫০ ওভার ব্যাটিং করার আত্মতৃপ্তি পেতে পারে, কেনিয়াকে অল আউট করায় একইভাবে আত্মতৃপ্তি পেতে পারে কানাডাও।
একদিক থেকে প্রথমার্ধের খেলায় দুই দলের অবস্থান সমান। কেনিয়া যেমন পুরো ৫০ ওভার ব্যাটিং করার আত্মতৃপ্তি পেতে পারে, কেনিয়াকে অল আউট করায় একইভাবে আত্মতৃপ্তি পেতে পারে কানাডাও।
রানের খাতা খোলার আগেই কেনিয়ার প্রথম উইকেটের পতন। দলীয় ৫৭ রানে নেই পঞ্চম উইকেট! কেনিয়ার ইনিংস কত দূর যেতে পারে এটাই যখন প্রশ্ন, তখন প্রতিরোধ তন্ময় মিশ্র ও টমাস ওডয়োর। প্রত্যেকে রানও করেছেন সমান, ৫১। কানাডার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন হেনরি ওসিন্ডে। দুটি করে উইকেট নেন হার্ভির বাইদান ও রিজওয়ান চিমা।
No comments