মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯১
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯১ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই ও ভস্মের কারণে বিমান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। হংকং, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার তিনটি এয়ালাইনসের সব বিমান বাতিল করা হয়েছে।
গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপির জ্বালামুখ দিয়ে ছাই ও লাভা বের হচ্ছে। ওই এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপির জ্বালামুখ দিয়ে ছাই ও লাভা বের হচ্ছে। ওই এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
No comments