সিয়াওবোর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর স্বজনেরা
শান্তিতে এবারের নোবেল বিজয়ী চীনের মানবাধিকারকর্মী লিউ সিয়াওবোর সঙ্গে তাঁর স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া শান্তি পুরস্কার নিয়ে সিয়াওবো একটি বিবৃতি দিতে চেয়েছিলেন, সেটি কর্মকর্তারা আটকে দিতে পারেন বলে সন্দেহ করছেন সিয়াওবোর আত্মীয়রা। একটি মানবাধিকার সংগঠন গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
ইনফরমেশন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামের সংগঠনটি জানায়, কারাবন্দী সিয়াওবোর সঙ্গে বুধবার দেখা করার জন্য তাঁর আত্মীয়রা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি।
সিয়াওবোর দুই ভাই লিউ জিয়াওগুয়াং ও লিউ জিয়াওজুয়ান এবং তাঁর শ্যালক লিউ টং জানিয়েছেন, তাঁরা আশঙ্কা করছেন যে আগামী ১০ ডিসেম্বর শান্তি পুরস্কার দেওয়ার আগ পর্যন্ত তাঁদের হয়তো সিয়াওবোর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।
চীনে রাজনৈতিক সংস্কারের দাবিতে ২০০৮ সালে একটি ইশতেহার প্রকাশ করেন সিয়াওবো। ওই ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গত ডিসেম্বরে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীনা কর্তৃপক্ষ।
ইনফরমেশন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামের সংগঠনটি জানায়, কারাবন্দী সিয়াওবোর সঙ্গে বুধবার দেখা করার জন্য তাঁর আত্মীয়রা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি।
সিয়াওবোর দুই ভাই লিউ জিয়াওগুয়াং ও লিউ জিয়াওজুয়ান এবং তাঁর শ্যালক লিউ টং জানিয়েছেন, তাঁরা আশঙ্কা করছেন যে আগামী ১০ ডিসেম্বর শান্তি পুরস্কার দেওয়ার আগ পর্যন্ত তাঁদের হয়তো সিয়াওবোর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।
চীনে রাজনৈতিক সংস্কারের দাবিতে ২০০৮ সালে একটি ইশতেহার প্রকাশ করেন সিয়াওবো। ওই ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গত ডিসেম্বরে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীনা কর্তৃপক্ষ।
No comments