আফগানিস্তানে আকস্মিক সফরে স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো গতকাল শনিবার আফগানিস্তানে আকস্মিক সফর করেছেন। এ সময় তিনি পশ্চিমাঞ্চলীয় কালা-আই-নও এলাকায় স্প্যানিশ সেনাঘাঁটি পরিদর্শন করেন। ২০০৪ সালে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে এটা তাঁর দ্বিতীয় সফর। সফরকালে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী কারমে চ্যাকন ও পররাষ্ট্রমন্ত্রী ত্রিনিদাদ জিমেনেজ তাঁর সঙ্গে ছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাপাতেরো বলেন, ‘স্প্যানিশ সেনারা এখানে থাকার জন্য আসেনি। এ ছাড়া আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যাওয়াটা দুরূহ ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে আফগান নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীতে (আইএসএএফ) স্পেনের দেড় হাজারের মতো সেনা মোতায়েন রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপাতেরো বলেন, ‘স্প্যানিশ সেনারা এখানে থাকার জন্য আসেনি। এ ছাড়া আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যাওয়াটা দুরূহ ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে আফগান নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীতে (আইএসএএফ) স্পেনের দেড় হাজারের মতো সেনা মোতায়েন রয়েছে।
No comments