মেক্সিকোতে বন্দুকযুদ্ধে মাদক চক্রের নেতা নিহত
মেক্সিকোতে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে প্রভাবশালী একটি মাদক চক্রের একজন নেতা নিহত হয়েছেন। তাঁর নাম ইজেকুয়েল কার্ডেনাস গুইলেন। তিনি টনি টরমেনটা নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে গত দশকজুড়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সামরিক বাহিনী এ তথ্য জানায়।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে ম্যাটামরোস শহরে ওই বন্দুকযুদ্ধ হয়। কয়েক ঘণ্টার গোলাগুলিতে কার্ডেনাস (৪৮) ছাড়াও চারজন বন্দুকধারী, তিনজন মেরিন সেনা ও একজন স্থানীয় সাংবাদিক নিহত হন। অভিযানের সময় লোকজন বিপণি বিতান ও স্কুলগুলোতে আটকে পড়ে।
এর আগে যুক্তরাষ্ট্র কার্ডেনাসকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে ম্যাটামরোস শহরে ওই বন্দুকযুদ্ধ হয়। কয়েক ঘণ্টার গোলাগুলিতে কার্ডেনাস (৪৮) ছাড়াও চারজন বন্দুকধারী, তিনজন মেরিন সেনা ও একজন স্থানীয় সাংবাদিক নিহত হন। অভিযানের সময় লোকজন বিপণি বিতান ও স্কুলগুলোতে আটকে পড়ে।
এর আগে যুক্তরাষ্ট্র কার্ডেনাসকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
No comments