নর্মের দোরগোড়ায় মিনহাজ-শাকিল
বাংলাদেশের দাবার জন্য আজকের দিনটি আনতে পারে একটা সুসংবাদ। আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়ে যেতে পারে তরুণ মিনহাজউদ্দিন ও আবু সুফিয়ান।
সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবার শেষ রাউন্ডে আজ মিনহাজের প্রয়োজন ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহজ গ্রোভারের বিপক্ষে ড্র। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিপক্ষে জয় চান সুফিয়ানও। কাল অষ্টম রাউন্ডে মিনহাজ-সুফিয়ান দুজনই ড্র করেছেন—মিনহাজ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাকিদভ তাহিরের সঙ্গে ও সুফিয়ান ভারতের বিতান ব্যানার্জির বিপক্ষে।
টুর্নামেন্টের শীর্ষে আছেন জিয়া (৫.৫ পয়েন্ট)। কাল তিনি হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসানকে। দ্বিতীয় স্থানে মিনহাজ (৫)। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবু সুফিয়ান।
সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবার শেষ রাউন্ডে আজ মিনহাজের প্রয়োজন ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহজ গ্রোভারের বিপক্ষে ড্র। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিপক্ষে জয় চান সুফিয়ানও। কাল অষ্টম রাউন্ডে মিনহাজ-সুফিয়ান দুজনই ড্র করেছেন—মিনহাজ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাকিদভ তাহিরের সঙ্গে ও সুফিয়ান ভারতের বিতান ব্যানার্জির বিপক্ষে।
টুর্নামেন্টের শীর্ষে আছেন জিয়া (৫.৫ পয়েন্ট)। কাল তিনি হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসানকে। দ্বিতীয় স্থানে মিনহাজ (৫)। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবু সুফিয়ান।
No comments