প্রেসিডেন্টকে ছাড়িয়ে
ফুটবলীয় দক্ষতায় আলফ্রেডো ডি স্টেফানোকে ছড়ানোর দাবি রাউল গঞ্জালেস নিজেও করবেন না নিশ্চিত। নিঃসন্দেহে স্পেনের সর্বকালের সেরাদের একজন রাউল, কিন্তু ডি স্টেফানোকে তো রাখতে হয় ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের ছোট্ট তালিকাতেই। রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারে সবচেয়ে সুবর্ণ সময় কাটানো এবং এখন ক্লাবের সম্মানসূচক প্রেসিডেন্ট ডি স্টেফানোকেই একটা ক্ষেত্রে পরশু পেছনে ফেলে দিলেন রাউল। ২২৭টি গোল করে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজন যৌথভাবে ছিলেন তিনে। রিয়াল জারাগোজার বিপক্ষে সমতা ফেরানো গোলটি করে মাদ্রিদের ঘরের ছেলে তিনে উঠে গেলেন এককভাবে। ২৩৪ গোল করে দুইয়ে থাকা মেক্সিকোর হুগো সানচেজও ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। শীর্ষে থাকা টেলমো জারা ২৫২ গোল করেছেন মাত্র ২৭৮ ম্যাচে, ১৯৪০ থেকে ১৯৫৫ সারের মধ্যে সবগুলো গোলই করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে।
No comments