ফিলিপাইনে বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তিচুক্তি
ফিলিপাইনের বৃহত্তম মুসলিম বিদ্রোহী গোষ্ঠী আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় ও স্থানীয় নির্বাচনে সহিংসতা এড়াতে সরকারকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এ ব্যাপারে সরকারের সঙ্গে বিদ্রোহীদের একটি শান্তিচুক্তি হয়েছে।
দেশটির সমস্যাসংকুল দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের সেনা কমান্ডার মেজর জেনারেল অ্যান্থনি আলকান্তারা বলেন, নির্বাচন সফল করতে বিদ্রোহী গ্রুপ মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে আমরা একটি শান্তিচুক্তিতে পৌঁছেছি। আলকান্তারা বলেন, বিদ্রোহীরা ১০ মে অনুষ্ঠেয় নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে আমাদের আশ্বস্ত করেছে। তারা বলেছে, ৩ থেকে ১৩ মে পর্যন্ত তাদের সৈন্য সমাবেশ করবে না এবং নির্বাচনী এলাকা থেকে দূরে থাকবে।
উভয় পক্ষের যুদ্ধবিরতি চুক্তি কমিটি গত শুক্রবার শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।
দেশটির সমস্যাসংকুল দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের সেনা কমান্ডার মেজর জেনারেল অ্যান্থনি আলকান্তারা বলেন, নির্বাচন সফল করতে বিদ্রোহী গ্রুপ মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে আমরা একটি শান্তিচুক্তিতে পৌঁছেছি। আলকান্তারা বলেন, বিদ্রোহীরা ১০ মে অনুষ্ঠেয় নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে আমাদের আশ্বস্ত করেছে। তারা বলেছে, ৩ থেকে ১৩ মে পর্যন্ত তাদের সৈন্য সমাবেশ করবে না এবং নির্বাচনী এলাকা থেকে দূরে থাকবে।
উভয় পক্ষের যুদ্ধবিরতি চুক্তি কমিটি গত শুক্রবার শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।
No comments