কমনওয়েলথ গেমসে মাত্র দুজন বক্সার
গত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে বক্সিংয়ে ছয়জন অংশ নিয়ে পদক জিতেছিলেন পাঁচজন। বক্সিংয়ের এমন সাফল্যের পরও কমনওয়েলথ গেমসে শুধু সোনাজয়ী দুই বক্সার আবদুর রহিম ও জুয়েল আহমেদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বক্সিং ছাড়াও আগামী অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অ্যাথলেটিকস, শ্যুটিং, আর্চারি, সাঁতার ও ভারোত্তোলন।
এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে মাত্র দুজন বক্সারকে পাঠানোর সিদ্ধান্তে হতাশ সোনাজয়ী জুয়েল আহমেদ, ‘আমরা তো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ তেমন পাই না। এসব গেমসে অংশ নিলে নিজেদের অভিজ্ঞতা বাড়ে। তাই এখানে আরও কয়েকজন খেলোয়াড় পাঠালেই ভালো হতো।’ বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি মাহবুব আহমেদ বিওএর এই সিদ্ধান্তের ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। মাত্রই দায়িত্ব নিয়েছি, তাই এখনই কিছু বলতে পারছি না।’
কমনওয়েলথ গেমসের জন্য অনুশীলন অবশ্য শুরু করেনি বিওএ। তবে ২ মে থেকে নিজেদের উদ্যোগেই প্রস্তুতি শুরু করবে শ্যুটিং ফেডারেশন। গেমসের জন্য বিওএতে ১১ জন শ্যুটারের নামও পাঠিয়েছে তারা। সাঁতার ও অ্যাথলেটিকসও খেলোয়াড় তালিকা পাঠিয়েছে। আগামী মাস থেকেই অনুশীলন শুরু হবে বলে আশাবাদী বিওএর ট্রেনিং ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু), ‘মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আশা করি ক্যাম্প শুরু করতে পারব। এ জন্য খসড়া একটা বাজেট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের আশ্বাস পেলেই এটি শুরু হবে।’
এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে মাত্র দুজন বক্সারকে পাঠানোর সিদ্ধান্তে হতাশ সোনাজয়ী জুয়েল আহমেদ, ‘আমরা তো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ তেমন পাই না। এসব গেমসে অংশ নিলে নিজেদের অভিজ্ঞতা বাড়ে। তাই এখানে আরও কয়েকজন খেলোয়াড় পাঠালেই ভালো হতো।’ বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি মাহবুব আহমেদ বিওএর এই সিদ্ধান্তের ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। মাত্রই দায়িত্ব নিয়েছি, তাই এখনই কিছু বলতে পারছি না।’
কমনওয়েলথ গেমসের জন্য অনুশীলন অবশ্য শুরু করেনি বিওএ। তবে ২ মে থেকে নিজেদের উদ্যোগেই প্রস্তুতি শুরু করবে শ্যুটিং ফেডারেশন। গেমসের জন্য বিওএতে ১১ জন শ্যুটারের নামও পাঠিয়েছে তারা। সাঁতার ও অ্যাথলেটিকসও খেলোয়াড় তালিকা পাঠিয়েছে। আগামী মাস থেকেই অনুশীলন শুরু হবে বলে আশাবাদী বিওএর ট্রেনিং ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু), ‘মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আশা করি ক্যাম্প শুরু করতে পারব। এ জন্য খসড়া একটা বাজেট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের আশ্বাস পেলেই এটি শুরু হবে।’
No comments