মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল ভারত বন্ধ্
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল মঙ্গলবার ‘ভারত বন্ধ্’-এর ডাক দিয়েছে ভারতের চারটি বাম দলসহ ধর্মনিরপেক্ষ ১৩টি দল। সকাল-সন্ধ্যা এই বনেধর ফলে ভারতের অধিকাংশ রাজ্যের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ২১ বছর পর ভারতজুড়ে এত বড় মাপের বন্ধ্ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বন্ধ্ সর্বাত্মক হবে।
তবে বন্ধিবরোধীরা মনে করছেন, এই বন্ধ্ এবার বামশাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরায় সর্বাত্মক রূপ নিলেও অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুতে আংশিক সফল হতে পারে।
বনেধর ফলে যানবাহন চলাচল বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে ট্রেন, পাতালরেল, বিমান ও নৌপরিষেবাও।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ২১ বছর পর ভারতজুড়ে এত বড় মাপের বন্ধ্ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বন্ধ্ সর্বাত্মক হবে।
তবে বন্ধিবরোধীরা মনে করছেন, এই বন্ধ্ এবার বামশাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরায় সর্বাত্মক রূপ নিলেও অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুতে আংশিক সফল হতে পারে।
বনেধর ফলে যানবাহন চলাচল বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে ট্রেন, পাতালরেল, বিমান ও নৌপরিষেবাও।
No comments