ইসিতে বড় রদবদল
নির্বাচন কমিশন প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। ৫ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ৩৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার রদবদল সংক্রান্ত চারটি আলাদা আদেশ জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। একসঙ্গে এত পদে রদবদলের ঘটনা কমিশন কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ সিনিয়রদের পরিবর্তে জুনিয়র কর্মকর্তাদের ভালো পদে বদলির অভিযোগও তুলেছেন। তবে কমিশন এটিকে নিয়মিত রদবদল বলে আখ্যায়িত করেছে। ইসি সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল করছে কমিশন। যেসব কর্মকর্তা সরকারের সমর্থক নন, বিশেষ করে ২০০৫ সালে বিএনপি-জামায়াত আমলে নিয়োগপ্রাপ্ত তাদের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক তদবিরে অনেকে ভালো জায়গায় বদলি হয়েছেন বলে অভিযোগ করেছেন ইসির একাধিক কর্মকর্তা। ইসির বদলি আদেশে দেখা গেছে, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে ঢাকায়, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারকে রংপুরে, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল ইসলামকে কুমিল্লায়, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানকে বরিশালে এবং ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অপর এক আদেশে ১৮ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোহতাসিমকে শেরপুর জেলায়, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আতিয়ার রহমানকে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা, বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ায়, ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে নরসিংদীতে, রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীনকে হবিগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনকে ভোলায়, ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানকে বরিশালে, রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলামকে সাতক্ষীরায়, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসানকে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক আবদুল মোতালেবকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল হককে চাঁপাইনবাবগঞ্জে, নরসিংদীর জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে মাগুরায়, চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমানকে নড়াইলে, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীকে মেহেরপুরে, মেহেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে পিরোজপুরে, চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামকে পঞ্চগড়ে, সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে ঝিনাইদহে এবং হবিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনকে রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ৫ জেলায় চলতি দায়িত্ব দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, মাহবুবুর রহমানকে গাইবান্ধা জেলায়, বরিশালের নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবকে বান্দরবানে, ফরিদপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমানকে রাঙ্গামাটিতে, কুমিল্লা অফিসের নির্বাচন কর্মকর্তা বশির আহমেদকে খাগড়াছড়িতে এবং মাগুরা শালিখা উপজেলার নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদকে চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ইসি সচিবালয়ের সচিবের একান্ত কর্মকর্তা সিনিয়র সহকারী মো. মঈন উদ্দিন খানকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খানকে ইসি সচিবালয়ের উপসচিব, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ-উর রহমানকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নড়াইলের জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেনকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।
No comments