ঘরে বউ রেখেই সোনিয়াকে উত্ত্যক্ত করতো তানভীর
বখাটেপনা
ছাড়াতে প্রায় ৪ মাস আগে বিয়ে করানো হয়েছিলো তানভীর (২৪)কে। তারপরও দোষ
কাটেনি তার। ঘরে বউ রেখেই উত্ত্যক্ত করতো অন্য মেয়েদের। বিয়ের প্রস্তাবে
রাজি না হওয়ায় শনিবার এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে সে। থানায় মামলা হলেও
এখনো গ্রেপ্তার করতে পারেনি তাকে পুলিশ। তার বিষয়ে খোঁজ নিতে শহরের মেড্ডা
এলাকায় গেলে অনেকেই জানান, তানভীর এলাকার চিহ্নিত বখাটে। বছরখানেক আগে নারী
সংক্রান্ত এক ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিলো। তখন জেলও খাটে সে। এরপরই
সরাইলের শাহবাজপুরে বিয়ে করানো হয় তাকে। তারপরও কলেজ ছাত্রী সোনিয়া আক্তার
(২২) কে বিয়ের জন্যে উত্ত্যক্ত করে আসছিলো সে। বিয়ের প্রস্তাবে রাজি না
হওয়ায় শনিবার সোনিয়াকে ছুরিকাঘাত করে তানভীর। আহত সোনিয়াকে প্রথমে জেলা সদর
হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় ওইদিন
রাতেই সোনিয়ার পিতা মলাই মিয়া বাদী হয়ে বখাটে তানভীরকে এজাহারনামীয় এবং আরো
২/৩ জনকে অজ্ঞাত আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দেন। পুলিশ সোহেল
নামে তানভীরের এক সহযোগিকে গ্রেপ্তার করেছে। তানভীর মেড্ডা মৌবাগের মিজানুর
রহমানের ছেলে। তার মা শিউলি বেগম বলেন, আমার ছেলে (তানভীর) খুব ভালো।
পাড়ার লোকজনকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। ওই মেয়ে (সোনিয়া) সুবিধের নয়।
ছেলেকে বিয়ে করিয়েছি। বউয়ের ঘরে বাচ্চা হবে। ৩ মাসের গর্ভবতী সে। ছেলের
বিরুদ্ধে আগে নারী সংক্রান্ত কোন অভিযোগ নেই বলেও দাবি করেন শিউলি। ঘটনার
শিকার সোনিয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মলাই মিয়ার মেয়ে। শহরের
কলেজপাড়ায় একটি বাসার একরুমে ভাড়া থেকে পড়াশুনা এবং চাকুরি করতো সে। সোনিয়া
সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের
ছাত্রী। সোনিয়ার পরিবারের লোকজন জানান, গত দেড় বছর আগে সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে তানভীরের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। এ পরিচয়ের সূত্র ধরে
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তানভীর বিয়ের প্রস্তুাব
দিলে বিষয়টি পরিবারকে জানায় সোনিয়া। তবে তানভীরের স্বভাব-চরিত্র ভালো না
হওয়ায় সোনিয়ার বাবা বিয়ের প্রস্তাব নাকচ করে দেন। সোনিয়া তার পরিবারের
সিদ্ধান্ত মেনে নিয়ে তানভীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপরও তানভীর
প্রায়ই সোনিয়াকে উত্ত্যক্ত করতো। উত্ত্যক্তের বিষয়টি তানভীরের পরিবারকে
জানায় সোনিয়া। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে কালিবাড়ি মোড়ে জেএসজে ডেন্টাল
পয়েন্টে এসে তারভীর সোনিয়ার মাথা ও বাম হাতে উপুর্যপুরি ছুরিকাঘাত করে
পালিয়ে যায়। এ ঘটনার ঘণ্টা দেড়ের আগে তানভীর সোনিয়ার বাসায় গিয়ে হুমকি
দিয়ে আসে।
No comments