‘হ্যাঁ, রাত ছাড়া ব্যাপারটা জমবে না’ পরী মণিকে বললেন পরিচালক

বাংলা  চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল নায়িকা পরী মণি। নতুন নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হালের এই জনপ্রিয় নায়িকা। রোববার রাতে আরো একটি নতুন ছবিতে নিজের নাম লেখালেন পরী। তবে এই নিয়ে বেশ নাটকীয়তা চলছে তার ফেসবুকে।
রোববার রাতে বেশ নাটকীয়তা করে পরীমণি তার ফেসবুকে তার নতুন ছবির কথা জানান। পরী লিখেন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই ‘কল মি আরজেন্ট’ লেখা একটা মেসেজ!  আমি কল করলাম। ওপাশ থেকে পরিচালক রানা স্যারের ‘হ্যালো- পরী আজ রাতটা আমাকে দিতে হবে। সে তোমার যতই কাজ থাকুক।’
-জ্বী!!!
‘-হ্যাঁ, রাত ছাড়া ব্যাপারটা জমবে না।’
‘-কিহ্???’
‘-ওরে বাপ এখন কি কি করিস নাতো। রাতে দেখা হচ্ছে- আসছি আমি ১১ টার মধ্যে।’
ফোন রেখে দিলেন। আমি অনুভূতিহীন। রাত ১১টা ৪মিনিট। ইন্টারকম রানা স্যার। আমিই দরজা খুললাম। তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন। বসতে বসতে আমাকে বললেন ‘বড় মগে করে আদা চা দিতে।’
দিলাম। চা হাতে নিয়েই শুরু করলেন তার এক রাতের কাহিনি। তার পরের ছবির গল্প। স্যার গল্প বলছিলেন- আর আমি শুনছিলাম না শুধু, স্যারের বলার মধ্যেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম। রাত ৩ টা প্রায়… একটা ইন্টারকম। কে এত রাতে!
স্যার বললেন, ‘আমার লোক আসতে বলো-’
স্যার দরজা খুললেন আর ভেতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে। কে এই চমক?!
ছবিতে তার একটা হাত, পুরোটা আসছে খুব শিগগির।
হা…হা, এক রাতের গল্প এই শুরু………..।
যুগল নির্মাতা অপুর্ব রানা পরিচালিত ‘এক রাতের জন্য’ নামের সিনেমার সঙ্গে পরীর ‍যুক্ত হওয়ার শুরুটা এভাবেই হয়েছে। পরীমনির বিপরীতে কে কাজ করবেন তা খুব শিগগির জানানো হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

No comments

Powered by Blogger.