ভালুকায় ছুরিকাঘাতে শ্রমিক খুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছুরিকাঘাতে শাহ আলম (৪০) নামে এক মিল শ্রমিক খুন হয়েছেন। সোমবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গৌরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলমের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে। স্থানীয়রা জানান, শাহ আলম প্রতিদিনের মতো সাইকেলে চড়ে কর্মস্থল জামিরদিয়া স্কয়ার ফ্যাশনে যাচ্ছিলেন। পাড়াগাঁও লাল পাগলার মাজারের কাছে পৌঁছালে কে বা কারা পেটে ছুরিকাঘাত করে তাকে পানিতে ফেলে রেখে যায়। সাইকেলটি রাস্তার পাশেই পড়ে ছিল। পরে রাতেই পথচারীরা তার মৃতদেহ দেখে ইউনিয়ন পরিষদ সদস্য ও ভালুকা মডেল থানায় খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহাম্মেদ জানান, রাতেই খবর পেয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, ধারালো অস্ত্র দিয়ে নিহতের পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শাহ আলমের লাশ ও তার ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করে থানা আনা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো খুনের কারণ জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
No comments